স্পেনে গিয়ে শিল্প ঘোষণা প্রসঙ্গে বিরোধীরা যেভাবে কটাক্ষ করেছে, তা নিয়ে মর্মাহত মহারাজ। তাঁর কথায়, ”রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি যেভাবে হচ্ছে, তাতে খারাপ লাগা কাজ করে। আমি এমপি, এমএলএ, বিধায়ক, কাউন্সিলর কেউ নই, তারপরেও আমার বিষয়ে রাজনীতি করা হয়।”
আরও পড়ুন: বুলডোজারে গুঁড়িয়ে গেল বিজেপি নেতার বাড়ি! ভয়ঙ্কর অভিযোগ কলকাতায়, নেপথ্য ‘বড়’ কারণ
advertisement
কিন্তু বাংলা ছেড়ে কেন স্পেনে গিয়ে ঘোষণা করলেন? সৌরভের দাবি, ”স্পেনে ঘোষণা করেছি কারণ সেটা শিল্প সম্মেলন ছিল। এটা দিল্লিতে হলে দিল্লিতেও করতে পারতাম।” সল্টলেকের জমি প্রসঙ্গেও স্টেপ আউট করেছেন সৌরভ। বলেন, ”এই সমস্যা বা সমালোচনা বাংলাতেই হয়। আর অন্য কোথাও হয় না।”
আরও পড়ুন: ৫৩ বছরে হারিয়ে গেছে ২০ হাজার মানুষ, পৃথিবীর যেখানে গেলে ফেরে না কেউ! কোথায় এই জায়গা?
মূলত এ রাজ্যে নতুন বিনিয়োগ আনতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফরে গিয়েছিলেন। সেই সফরেই মাদ্রিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “অনেকদিন ধরেই কাজ চলছিল। মমতাদিদি, দ্বিবেদী সাহেব সকলেই খুব প্রশংসা করেছেন। ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে। কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। দু’টো প্লান্ট আরও আছে। একটা দুর্গাপুর আসানসোলে, আরেকটা পটনাতে। এটা মেদিনীপুরে হবে।” একইসঙ্গে সৌরভ বলেন, “আমার কাছে নতুন প্রজন্ম, যুব সম্প্রদায় খুবই গুরুত্বপূর্ণ। ওদের জন্যই বিনিয়োগ দরকার, বড় শিল্প বাংলায় আসা দরকার।” সৌরভের সেই পদক্ষেপ নিয়েই সমালোচনা শুরু করেন বিরোধীরা। এবার তা নিয়েই পাল্টা মন্তব্য করলেন বাংলার ‘মহারাজ’।