TRENDING:

Sourav Ganguly Academy: সৌরভের ক্রিকেট অ্যাকাডেমির সামনে ধরনা মঞ্চ! অনুমতি দিল আদালত, আসল বিষয়টা কী?

Last Updated:

Sourav Ganguly Academy: আদালত ১ থেকে ৪ ফেব্রুয়ারি তাদের এই জায়গায় ধরনায় বসার অনুমতি দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আদালতের অনুমতি সাপেক্ষে সল্টলেকে করুণাময়ী বাস স্ট্যান্ড লাগোয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমির সামনে বৃহস্পতিবার থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ধরনা মঞ্চ চালু করল প্রাইমারি টেট ২০২২ চাকরি প্রার্থী মঞ্চ। আপার প্রাইমারি বা ২০১৭ ডিএলডি বঞ্চিত চাকরি প্রার্থীরা বেশ কয়েক মাস আগে থেকেই শহিদ মিনারে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধরনা মঞ্চে বসে আছেন।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

কিন্তু ২০২২ সালের টেট পাস চাকরি প্রার্থীরা এতদিন শুধু মাত্র হাজরা মোড় অভিযান বা মধ্য কলকাতায় মিছিলের মধ্যেই তাদের প্রতিবাদ করে আসছিলেন। তারা গত মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করেন, এবার তারাও স্থায়ী ধরনা মঞ্চ করে সেখানে চাকরির দাবিতে অবস্থান করবেন। বিকাশ ভবনের কাছাকাছি কোনও একটি জায়গায় তাদের ধরনা মঞ্চ করতে দেওয়া হোক, এই আবেদনে পুলিশের কাছে তারা লিখিত আকারে তাদের অনুমতি প্রার্থনা করেছিল।

advertisement

আরও পড়ুন: মহুয়া মৈত্রকে নিয়ে বড় ‘ঘোষণা’ মমতার! লোকসভার ‘টিকিট’ ঘিরে তুঙ্গে শোরগোল

সেই অনুমতি খারিজ করে দেয় পুলিশ। ফলে তারা আদালতের দ্বারস্থ হন। আদালত ১ থেকে ৪ ফেব্রুয়ারি তাদের এই জায়গায় ধরনায় বসার অনুমতি দেয়। আজ বেলা ১ টা থেকে ৪ ফেব্রুয়ারি বেলা ১ টা পর্যন্ত তাদের এখানে বসার আদালতের অনুমতি আছে। আজ করুণাময়ী বাস টার্মিনাস থেকে মিছিল করে আন্দোলনকারীরা ধরনা মঞ্চে আসেন।

advertisement

আরও পড়ুন: ‘আমাকে যদি জেলে পোরেন, আমি জেল ফুটো করে বেরিয়ে আসব ’,সভা থেকে হুঙ্কার মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

শুক্রবার থেকে মাধ্যমিক শুরু। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কাল থেকে তারা পরীক্ষা চলাকালীন কোনও মাইকিং বা স্লোগানিং করবেন না বলেই আশ্বাস দিয়েছেন। তাদের দাবি, শীর্ষ আদালতে নিয়োগের জট কেটে গিয়েছে। রাজ্য সরকারও জানিয়েছে, ৫০ হাজার শূন্যপদ আছে। তাও কেন তারা ইন্টারভিউ বা নিয়োগ পত্র হাতে পাচ্ছেন না, তার প্রতিবাদে বিকাশ ভবনের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই ধরনা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sourav Ganguly Academy: সৌরভের ক্রিকেট অ্যাকাডেমির সামনে ধরনা মঞ্চ! অনুমতি দিল আদালত, আসল বিষয়টা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল