বেলা আড়াইটে নাগাদ জ্যোতির্ময় ভট্টাচার্যকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর আগে প্রধান বিচারপতি পদে গিরিশ ঘোষের শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
পয়লা মে রাজ্যে সরকারি ছুটির দিন হওয়ায় প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানের সময় ঘিরে কিছু সংশয় ছিল। পরে সব জটিলতা কাটিয়ে বেলা আড়াইটেয় শপথ অনুষ্ঠানের সূচি স্থির হয়। এদিনের প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান ঘিরে হাইকোর্টের কর্মচারী ও আইনজীবীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ চোখে পড়ার মতো ।
advertisement
পর্যাপ্ত সংখ্যায় বিচারপতি নিযোগ, হাইকোর্টে স্থাযী প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত একাধিক দাবিতে কর্মবিরতি আন্দোলনে নেমেছিলেন হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন। এখনও পর্যন্ত সাত নতুন বিচারপতির নিয়োগ ও স্থায়ী বিচারপতি পদে জ্যোতির্ময় ভট্টাচার্যের নিয়োগের সিদ্ধান্তের পর কর্মবিরতি তুলে নেয় আইনজীবীদের সংগঠন।