TRENDING:

ভেস্তে গেল বাম-কংগ্রেস জোট, ৪২ আসনের প্রার্থী তালিকা নিয়ে দিল্লির দরবারে সোমেন মিত্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভেস্তে গেল বাম-কংগ্রেস জোট। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সিপিএম তাদের যোগ্য সম্মান দেয়নি। তাই তারা বিয়াল্লিশ আসনে প্রার্থী দিয়ে একলাই লড়বে। সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে সোমেন মিত্র।
advertisement

শেষ চেষ্টা করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক। রবিবারও সমঝোতার বার্তা দেন।

সিপিএম রাজ্য সম্পাদকের আবেদনেও কাজ হল না। ২০১৬ সালে বাম ও কংগ্রেস জোট বেঁধে এ রাজ্যে ভোটে লড়েছিল। এবার লোকসভা ভোটেও দুই শিবিরের আসন সমঝোতার আলোচনা চলছিল অনেক দিন ধরেই। রাহুল-সীতারামের বৈঠকে ঠিক হয়েছিল, সিপিএম ও কংগ্রেসের জেতা আসনে অন্য দল প্রার্থী দেবে না। অন্য আসনগুলির জন্য রফাসূত্র বের করা হবে। কিন্তু, কংগ্রেসের দাবি, এ নিয়ে চূড়ান্ত হওয়ার আগেই একতরফা ভাবে ২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট।

advertisement

এমনকি কংগ্রেসের চিকিৎসক সেলের চেয়ারম্যান রেজাউল করিমের নামও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বামফ্রন্ট।

এতেই বেজায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শনিবার তাদের নির্বাচন কমিটির বৈঠক হয়। সেখানে সিংহভাগ নেতাই জোটের বিরুদ্ধে মত দেন। তাঁদের অভিযোগ, সমঝোতার ন্যূনতম নীতিও মানেনি বামেরা। কংগ্রেসকে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। রবিবার, কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকেও একই সুর।

advertisement

প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, বাংলায় একলা চলোর পক্ষে দলের হাইকম্যান্ডের সবুজ সংকেতও মিলেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভেস্তে গেল বাম-কংগ্রেস জোট, ৪২ আসনের প্রার্থী তালিকা নিয়ে দিল্লির দরবারে সোমেন মিত্র