শরীরের বিভিন্ন প্যারামিটার এখন অনেকটাই ঠিক আছে বলেও জানা যাচ্ছে হাসপাতালের রাতের আপডেট থেকে। খানিকটা আচ্ছন্ন ভাব নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি হন সাংসদ। সূত্রের খবর শনিবার থেকেই তার লুজ মোশন চলছিল।এছাড়া আগে স্নায়ুর সমস্যা ছিল। তবে বর্তমানে অনেকটাই স্থিতিশীল সৌগত রায়। মস্তিষ্কের সিটি স্ক্যান করে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। গত মাসেই পেসমেকার বসানো হয়েছিল।
advertisement
আরও পড়ুন: ইজরায়েলে ভারতীয় ‘১ টাকার’ মূল্য কত বলুন তো…? চমকে উঠবেন ‘উত্তর’ শুনলেই!
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনও সৌগত রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওইদিন দিঘা নয়, আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ। গাড়ি থেকে নামার পর অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
সেবারই পেসমেকার বসানো হয়েছিল সৌগত রায়ের। তারপর অবশ্য ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। কিন্তু রবিবার দুপুরে বাড়িতে থাকাকালীন ফের অসুস্থ বোধ করেন সৌগত রায়। তবে রাতে তাঁর শারীরিক অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়েছে বলেই হাসপাতাল সূত্রে ইঙ্গিত। চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন বর্ষীয়ান নেতা ।