সৌগত রায় বললেন, ‘‘ নয়া তৃণমূল নিয়ে আমার জানা নেই৷ কারা হোর্ডিং দিল সেটা জানিনা। অভিষেক নয়া তৃণমূলের কথা বলেছেন। এই বিষয়ে কখনও কখনও কথা হয়েছে। তবে এই ক্যাম্পেন হোর্ডিং বা টাইমলাইন সম্পর্কে জানিনা৷ সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপারে আমার জানা নেই।’’
আরও পড়ুন - Ajker Weather Update: প্যাচপ্যাচে গরমে নাজেহাল, বেলা বাড়লেই তুমুল বৃষ্টি, আজকের ওয়েদার আপডেট
advertisement
এদিকে এর আগে শহরের একাধিক জায়গায় পোস্টারে ছয়লাপ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে হাজরা, রাসবিহারী এই সব এলাকায়। আশ্রিতা ও কলরব এই সংস্থার তরফে পোস্টার দেওয়া হয়েছে।
আরও পড়ুন - রাজ্য জুড়ে পালিত "খেলা হবে দিবস", বাম আমলের বঞ্চনায় বিকশিত হতে পারেনি ক্রীড়াক্ষেত্র, ফের তোপ
গত ১২ জুলাই ধূপগুড়ির সভা, ২১ জুলাই সমাবেশ বা সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে বারবার উঠে এসেছে এই সমস্ত কথা৷ ফলে মনে করা হচ্ছে যে সাংগঠনিক বৈঠক করে স্বচ্ছ্ব ভাবমূর্তির কথা বলা হয়েছিল, সেই বিষয়েই সাধারণ মানুষকে জানাতে এই ধরণের পোস্টার দেওয়া হয়েছে।
সৌগত রায় এদিন অবশ্য হোর্ডিং বিতর্ক ছাড়া গুজরাতের বর্তমান অবস্থা নিয়েও মন্তব্য করেন৷ তিনি বলেছেন, ‘‘ এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এতে বোঝা যাচ্ছে সামনে গুজরাতের বিধানসভার ভোট। সেখানে মেরুকরণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করি৷ বিলকিস বানো কেসের অপরাধীরা যাবজ্জীবন হয়েছিল। সুপ্রিম কোর্টও এদের কিন্তু ছাড় দেয়নি৷ মেরুকরণের জন্য এটা করা৷ সব আইন ও নীতির বিরুদ্ধে গিয়ে গুজরাত সরকার এটা করল।’’
Abir Ghoshal