TRENDING:

অক্সিজেন সিলিন্ডার পরীক্ষা দিয়েই উচ্চ-মাধ্যমিকে স্টার নম্বর বেহালার সৌগতর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফুসফুসে ফাইবার জমছে। প্রতিনিয়ত ছোট হয়ে যাচ্ছে ফুসফুস। অক্সিজেন সিলিন্ডার নিত্যসঙ্গী। তবু উচ্চমাধ‍্যমিকে স্টার পেয়ে সফল বেহালা সরশুনার সৌগত বক্সি।
advertisement

ফুসফুসে কঠিন রোগ। ক্লাস সেভেনের পর নিয়মিত স্কুলেও যেতে পারেনি। তবু হার না মানা লড়াই জিতে উচ্চমাধ‍্যমিকে সফল সরশুনা হাইস্কুলের ছাত্র সৌগত বক্সি। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে সৌগত। তাঁরও ছিল এই ফুসফুসের অসুখ। বাবার মতো সৌগতর ফুসফুসেও জমছে ফাইবার। অক্সিজেন সিলিন্ডার নিয়েই দিন কাটে সৌগতর।

নার্সিংহোম থেকে মাধ‍্যমিক পরীক্ষা দিয়েছিল সৌগত। তবে এবার অক্সিজেন সিলিন্ডার নিয়ে পরীক্ষাকেন্দ্র থেকেই উচ্চমাধ‍্যমিক পরীক্ষা দিয়েছে সৌগত। ফলপ্রকাশে দুই চোখে খুশির উচ্ছ্বাস। তার ঝুলিতে ২টি লেটার-সহ ৭৭.২ শতাংশ নম্বর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
অক্সিজেন সিলিন্ডার পরীক্ষা দিয়েই উচ্চ-মাধ্যমিকে স্টার নম্বর বেহালার সৌগতর