ডেডিকেশন বোধহয় একেই বলে। দায়বদ্ধতা কাকে বলে আরও একবার দেখালেন সনি নর্ডি। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতায় ফিরেছেন। ফ্ল্যাটে ফিরে ঘুমিয়েছেন ভোররাতে। তবু সকাল হতে না হতেই হাজির বাগানের প্র্যাকটিসে। প্রায় ২৬ ঘণ্টা ফ্লাইট জার্নি করে এসেছেন। চটজলদি চাঙ্গা হতে মূলত ফিটনেস ট্রেনিং করেই বাড়ির রাস্তা ধরলেন। জানিয়ে গেলেন কোচ চাইলে খেলতে রাজি। চাপের মুখে সনির স্পিরিট দেখে মুগ্ধ মোহনবাগান।
advertisement
দলের সেরা অস্ত্রকে ১৮ জনে রেখেই দল গড়ছেন সঞ্জয়। প্রথম এগারোয় রাখবেন কি না ম্যাচের সকালে ঠিক করবেন। সনি অবশ্য একটা উদাহরণ মাত্র। এই একটা ছবিতেই পরিষ্কার, কতটা তেতে রয়েছে সঞ্জয়ের মোহনবাগান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2017 1:25 PM IST