আরও পড়ুন: অনুপমের বিয়ের খবরে চমকে উঠলেন পরমব্রত, জেনেই নিউজ18 বাংলাকে যা বললেন অভিনেতা…!
কারা এই সুবিধা পাবেন? সরকার জানিয়ে দিয়েছে, জেলাশাসকরা তা নির্বাচন করবে। এজন্য হিমঘর মালিককে সরকার কোনও ভর্তুকি বা আর্থিক সাহায্য করবে না। যাদের কিষান ক্রেডিট কার্ড রয়েছে তাদের এই সুবিধা দেওয়ার সময় অগ্রাধিকার দেওয়া হবে। গত বছর উত্তরবঙ্গে আলুর ফলন ভাল হয়েছিল। কিন্তু হিমঘরে তা রাখতে পারেননি ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। দক্ষিণবঙ্গে্ও কিছুটা সমস্যা হয়েছিল। এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় সেজন্যই এই ব্যবস্থা নিল সরকার। ইতিমধ্যেই বিভিন্ন জেলাগুলির সঙ্গে বৈঠক করেছে রাজ্যের কৃষি দফতর।
advertisement
সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু চাষিদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন রাজ্য প্রশাসনকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন বৃষ্টির জন্য যাদের ফসলের ক্ষতি দেওয়া হবে তাদের জন্য বিমার সুযোগ সুবিধা দেওয়া হবে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী সোমবারই জঙ্গলমহল সফরে যাচ্ছেন। মনে করা হচ্ছে, জঙ্গলমহল সফর থেকেও আলু চাষিদের জন্য কিছু বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার পুরুলিয়া, বুধবার বাঁকুড়া ও বৃহস্পতিবার ঝাড়গ্রামে সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। কৃষি দফতরের ও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে এই তিনটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।