TRENDING:

এ আর রহমানের ব্যান্ড মাস্টার শিবমণি , বাজাবেন কলকাতার পুজোয় ঢাক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতার পুজোয় বাজবে শিবমণির ঢাক ৷ এক সময়ের নিয়মিত এ আর রহমানের সঙ্গী শিবমণির ঢাকের আওয়াজ শুনু মুগ্ধ হননি এমন মানুষ কমই আছেন ৷ তাঁর ঢাকের আওয়াজে কোমর দুলবে, পায়ে তাল পড়বেই ৷ সেই শিবমণি হাজির কলকাতার পুজোয় ৷ সঙ্গে অবশ্যই তাঁর ঢাক ৷ সেই ঢাকের তালে মন নেচে উঠবে খুশিতে ৷ আট থেকে আশি, আনন্দ সামিল হবেন সবাই ৷
Photo Collected
Photo Collected
advertisement

এমনই আশা করছেন অর্জুনপুরের পুজো উদ্যোগতারা ৷ সেখানে তালতলা আমরা সবাই ক্লাবের পুজোয় থাকছে একের পর এক চমক ৷ শিবমণির কথা তো আগেই জানালাম ৷ শুধু যে শিবমণি নন, তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিতে তৈরি পন্ডিত সুভেন চ্যাট্টোপাধ্যায় ৷ দুই দক্ষ বাদকের যুগলবন্দিতে সুরের শ্রোতে ভাসবে গোটা অর্জুনপুর ৷

advertisement

আরও পড়ুন গণেশ পুজোয় উচ্চারণ করুন এই কয়েকটি সহজ মন্ত্র, সৌভাগ্য আসবে ঘরে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবছর এই পুজোর থিম নাদ ৷ সংস্কৃতে না অর্থাৎ বিশেষ বল ৷ দ অর্থাৎ আগুন ৷ সৃষ্টির আদি এই নাদ আবার শঙ্খের আধার ৷ যেকোন শুভ সূচনায় শঙ্খধ্বনিই  হয়ে ওঠে প্রধান ৷ সেই শঙ্খই হয়ে উঠছে অর্জুনপুর শারদীয়ার থিম ৷ স্বনামধন্য শিল্পী ভবতোষ সুতারের চিন্তাভাবনায় সেজে উঠছে মন্ডপ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এ আর রহমানের ব্যান্ড মাস্টার শিবমণি , বাজাবেন কলকাতার পুজোয় ঢাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল