মঙ্গলবার প্রশিক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়ে জেলাশাসকদের জানিয়ে দিলেন, ‘SIR’-এর জন্য ভোটারদের এনউমারেশন ফর্ম জেলাতেই ছাপাতে হবে। অল্প সময়ের মধ্যে এই কাজ করতে হবে। তাই এখন থেকেই তিনি জেলাশাসকদের এক বা একাধিক ছাপাখানা চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, এই নির্বাচনের সময় অবশ্যই করে ছাপাখানায় উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা দেখে নেবেন। যাতে কমিশন প্রত্যেক ভোটারের এনউমারেশন ফর্ম অনলাইনে দেওয়ার মাত্রই ছাপিয়ে বিলি করা সম্ভব হয়। কারণ রাজ্যে এই মুহূর্তে ভোটার রয়েছেন ৭ কোটি ৬৫ লক্ষ। প্রত্যেক ভোটারের জন্য দু’কপি করে ১৫ কোটি ৩০ লক্ষ ফর্ম ছাপাতে হবে। যা কেন্দ্রীয়ভাবে ছাপিয়ে অল্প সময়ের মধ্যে ছাপিয়ে বিলি করা সম্ভব নয়। তাই জেলা স্তরে এই ফর্ম ছাপানোর সিদ্ধান্ত। কোনও জেলা না পারলে রাজ্য থেকে ছাপিয়ে দেওয়া হবে।
advertisement
অনলাইন এই প্রশিক্ষণে জেলাশাসক ও জেলায় নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকরাও উপস্থিত ছিলেন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়, কোনও ভোটার বা তাঁর বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকে সেক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ফর্মে তা উল্লেখ করলেই হবে। না থাকলে ভোটার আধার কার্ড দিতেই পারেন। তা পরিচয়পত্র হিসেবে দেখা হবে। কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য বিহারে যে ১১ দফা নথির কথা কমিশন বলেছেন তার কোনও একটি অবশ্যই দিতে হবে। এরপরও যদি ‘SIR’-এর বিজ্ঞপ্তি দেওয়া সময় কমিশন নতুন কিছু নির্দেশ দিলে তা অনুসরণ করা হবে।
প্রতিটি ফর্ম জমা পড়ার সঙ্গে সঙ্গেই নথি-সহ সমস্ত তথ্য কমিশনের পোর্টালে তুলতে হবে। পাশাপাশি ERO বা AERO তা যাচাই করে ভোটার তালিকায় নথিভুক্ত করবে। বিএলওদের এই ফর্ম বিলি ও সংগ্রহ করার জন্য কী করতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। ইআরও এবং এইআরও-রা যাতে নিজ বিধানসভা কেন্দ্রের BLO-দের ২২ সেপ্টেম্বরের মধ্যে উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারেন।