TRENDING:

Sikkim Flash Flood: তিস্তায় ভেসে আসছে একের পর এক দেহ, গজলডোবায় ভয়াবহ দৃশ্য! মিলল মহিলার কাটা দেহও

Last Updated:

Sikkim Flash Flood: তিস্তার জলে গজলডোবা ব্যারেজে ভেসে আসছে জীবজন্তু, গাড়ি, সিন্দুক, গ্যাস সিলিন্ডার। সেইসব জিনিস উদ্ধার করতে ব্যস্ত কিছু সংখ্যক মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধূরী, শিলিগুড়ি: মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে তুমুল বিপর্যস্ত সিকিম। নিখোঁজ ২৩ সেনা জওয়ান। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে তিস্তা নদী প্লাবিত হয়েছে। সেনা জওয়ানদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে গজলডোবা ব্যারেজে ভেসে আসছে মৃতদেহ। এখন পর্যন্ত ২টি মৃতদেহ দেখা গিয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি।
মারাত্মক অবস্থা!
মারাত্মক অবস্থা!
advertisement

তিস্তার জলে গজলডোবা ব্যারেজে ভেসে আসছে জীবজন্তু, গাড়ি, সিন্দুক, গ্যাস সিলিন্ডার। সেইসব জিনিস উদ্ধার করতে ব্যস্ত কিছু সংখ্যক মানুষ। গজোলডোবা ব্যারেজে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এরই মধ্যে গজলডোবা ব্যারেজে ভেসে আসল মহিলার অর্ধকাটা মৃতদেহ। ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়।

আরও পড়ুন: ‘মিশন দিল্লি’র পরই অভিষেককে ডাক ইডির, নোটিস গেল রুজিরার কাছেও! তুমুল শোরগোল

advertisement

ইতিমধ্যেই রাজ্যের সিনিয়র মন্ত্রী এবং সিনিয়র আইএএস অফিসারদের উদ্ধার ও ত্রাণকার্যে তদারকির জন্য উত্তরবঙ্গে পাঠানো হয়েছে বলেই জানিয়েছে মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টির জেরে সিকিমে ভয়াবহ বিপর্যয়, মুখ্যমন্ত্রীকে রাত ২’টোয় জরুরি ফোন মুখ্যসচিবের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আচমকা মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তর সিকিমের। অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে তিস্তা নদীর জলস্তর। জলস্তর বেড়ে বাঁধভাঙা পরিস্থিতি হয়েছে উত্তর সিকিমের চুংথাংয়ের দক্ষিণ লোনাক হ্রদে। ভয়াবহ বিপর্যয়ের কারণে ইতিমধ্যেই উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় লাল সতর্কতা জারি করেছে সিকিম সরকার। তিস্তা নদী সংলগ্ন সিকিমের বেশ কয়েকটি গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের তিস্তা সংলগ্ন এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। তিস্তার জল ছাপিয়ে বন্যার আশংকা রয়েছে উত্তরবঙ্গের গজলডোবা, দোমোহনি, মেখলিগঞ্জ, ঘিস এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sikkim Flash Flood: তিস্তায় ভেসে আসছে একের পর এক দেহ, গজলডোবায় ভয়াবহ দৃশ্য! মিলল মহিলার কাটা দেহও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল