TRENDING:

অন্যের শপিং কার্ড নিয়ে হাজার হাজার টাকার কেনাকাটা, ধৃত ১

Last Updated:

জালিয়াতি করে অন্যের শপিং কার্ডে লক্ষাধিক টাকার কেনাকাটা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জালিয়াতি করে অন্যের শপিং কার্ডে লক্ষাধিক টাকার কেনাকাটা। হরিদেবপুর থেকে বিধাননগর সাইবার থানার জালে সুপ্রিয় নস্কর নামে এক যুবক। উদ্ধার একাধিক ফিনান্স কার্ড ও চেকবুক। পঁচাত্তর হাজার টাকা দিয়ে সাতটি মোবাইল কেনার অভিযোগ। ঘটনার পিছনে বড়সড় চক্র জড়িত বলে সন্দেহ পুলিশের।
advertisement

অন্যের শপিং কার্ডে লক্ষাধিক টাকার কেনাকাটা করার অভিযোগ। হরিদেবপুর থেকে গ্রেফতার অভিযুক্ত সুপ্রিয় নস্কর। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে বিধাননগর সাইবার থানা। পুলিশ সূত্রে খবর,

-- ২০১৬-র নভেম্বরে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী কল্যাণ সিং

-- অভিযোগ দায়ের হয় অ্যাকাউন্ট থেকে ৭৫ হাজার টাকা উধাও হওয়ার

-- ব্যাঙ্কের রেকর্ডে দেখা যায় ওই টাকা দিয়ে ৭টি মোবাইল কেনা হয়েছে

advertisement

-- মোবাইল কিনতে ব্যবহার হয়েছে শপিং কার্ড

-- অথচ অভিযোগকারীর দাবি তাঁর এধরনের কোনও শপিং কার্ড নেই

এরপরই বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন কল্যাণ সিং। তদন্তে নেমে পুলিশ জানতে পারে,

জালে জালিয়াত (হেডার)

-- শপিং কার্ড কোম্পানি থেকেই ভুল ঠিকানায় চলে যায় কার্ড

-- প্রতারক ওই কার্ডের সিভিভি কোড ব্যবহার করে একাধিক জিনিস কেনে

advertisement

-- যাঁর নামে কার্ড তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়

-- সন্দেহের তালিকায় শপিং কার্ড সংস্থার কর্মীদের একাংশ

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

গ্রাহকদের আরও সচেতনার প্রয়োজন বলে মনে করছেন কার্ড বিশেষজ্ঞরা। ধৃত সু্প্রিয় নস্করের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২টি মোবাইল, ৪টি সিম কার্ড, ৪টি শপিং কার্ড, ৪টি একই নম্বর অথচ আলাদা গ্রাহকের নামে চেকবুক ও ২টি চেক। রবিবার ধৃতকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অন্যের শপিং কার্ড নিয়ে হাজার হাজার টাকার কেনাকাটা, ধৃত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল