TRENDING:

মেয়ের পড়াশোনা নিয়ে টুইট! সুকান্তর বিরুদ্ধে আদালতে যাচ্ছেন শান্তনু

Last Updated:

তাঁর অভিযোগ, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে তাঁর ও তাঁর পরিবারের সম্মান নষ্ট হয়েছে। সমস্যায় পড়েছেন তাঁর মেয়ে। সেই কারণেই এই আইনি পদক্ষেপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেয়ের ডাক্তারিতে ভর্তি হওয়া নিয়ে মন্তব্য। এবার বিজেপির রাজ্য সভাপতিকে আইনি নোটিস পাঠাতে চলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন।
advertisement

তাঁর অভিযোগ, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে তাঁর ও তাঁর পরিবারের সম্মান নষ্ট হয়েছে। সমস্যায় পড়েছেন তাঁর মেয়ে। সেই কারণেই এই আইনি পদক্ষেপ।

আরও পড়ুন: বলুন তো জল কেন 'ভেজা' হয়? উত্তর খুঁজে হয়রান ৯৯ শতাংশ মানুষ! আপনি জানলে কিন্তু আপনিই সেরা!

প্রসঙ্গত, শান্তনু সেনের মেয়ের কলকাতার আর জি কর হাসপাতালে পড়াশোনা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। এমনকি, কী ভাবে সাংসদ কন্যা আর জি কর মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তারপরেই সুকান্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ।

advertisement

নিয়ম বহির্ভূত ভাবে ডাক্তারি পড়ছেন শান্তনু কন্যা। সম্প্রতি এমনই অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এমনকি, সোমবার কিছু নথি সমেত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন সুকান্ত। প্রশ্ন তোলেন, নিট-এ পিছনের দিকে র‌্যাঙ্ক করেও কী ভাবে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়াশোনার সুযোগ পেয়েছেন শান্তনু কন্যা?

আরও পড়ুন: মমতাকে শুভেন্দুর 'প্রণাম', এবার পাল্টা 'ছবি' খুঁজছে বিজেপি

advertisement

এরপরেই পাল্টা টুইটে সুকান্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ। টুইটে শান্তনু লেখেন, "আমার মেয়ে বরাবরই মেধাবী। নিজের মেধার জোরেই ও ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হয়েছে। এটা জানা দরকার যে এনইইটি উত্তীর্ণ না হতে পারলে কেউ ডাক্তারি পড়ার সুযোগ পায় না।"

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি স্কুল শিক্ষিকা,যেন 'লেডি সলমন'!শরীরচর্চায় বানিয়েছেন 'মাসল'!বাঁকুড়ার আইকন মুন্না
আরও দেখুন

সোমবার সুকান্ত মজুমদারের সঙ্গে টুইট যুদ্ধের পরে এবার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা মৌখিক ভাবেও জানালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মেয়ের পড়াশোনা নিয়ে টুইট! সুকান্তর বিরুদ্ধে আদালতে যাচ্ছেন শান্তনু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল