TRENDING:

‘নিরাপত্তার অভাব বোধ করলে কেপিসিতে চলে এস’, জুনিয়র ডাক্তারদের আশ্রয় দেওয়ার আশ্বাস ফিরহাদ-কন্যার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এনআরএস-এর অচলাবস্থা কাটাতে নেতৃত্বের ভূমিকার সমালোচনা করলেন মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে শাব্বা হাকিম ৷ তৃণমূলের অন্দরেই এ নিয়ে তৈরি হয়েছে বিরাট অস্বস্তি ৷ ফিরহাদ কন্যা শাব্বা নিজেও পেশায় চিকিৎসক। ফেসবুকে একটি পোস্ট করে, প্রয়োজন বুঝলে জুনিয়র চিকিৎসকদের যাদবপুরের কেপিসি হাসপাতালে আশ্রয় দেওয়ার খোলা আশ্বাস দিলেন শাব্বা হাকিম।
advertisement

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী SSKM-এ এসে হুঁশিয়ারি দেন, আন্দোলন না তুললে হস্টেল ছাড়তে হবে জুনিয়র চিকিৎসকদের। এর পরেই ফেসবুকে একটি পোস্ট করে শাব্বা হাকিম লিখেছেন, এই পোস্টটি ‘ডক্টরস বাই কজ’-এর তরফে। তাতে লেখা, ‘‘যদি তোমরা কেউ নিজেকে নিরাপদ নয় বোঝো, তাহলে কেপিসি-তে চলে এস ৷’’

উল্লেখ্য, পেশায় ডাক্তার শাব্বা ফেসবুকে লিখেছেন, ‘‘এ রাজ্যের সরকারি ও অধিকাংশ বেসরকারি হাসপাতালে আউটডোর বয়কট করেছেন ডাক্তাররা। কিন্তু জরুরি বিভাগে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মানবিকতার খাতিরেই আমরা অন্য পেশার মতো কাজ বন্ধ করতে পারি না। যদি বাস বা ট্যাক্সি ধর্মঘট হয়, তবে একজন ট্যাক্সি চালক-বাসচালকও আপনাকে পরিষেবা দেবেন না, সে পরিস্থিতি যাই হোক না কেন।

advertisement

শাব্বা হাকিমের সেই ফেসবুক পোস্ট ৷ 

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

যাঁরা বলছেন, ‘অন্য রোগীদের কী দোষ?’ তাঁরা দয়া করে সরকারকে জিজ্ঞেস করুন, সরকারি হাসপাতালে পুলিশ মোতায়েন থাকলেও তাঁরা কেন ডাক্তারদের নিরাপত্তা দিতে পারলেন না? দয়া করে জিজ্ঞেস করুন, যখন ২টি ট্রাকে করে গুন্ডারা এল, কেন সঙ্গে সঙ্গে বাড়তি ব্যবস্থা নেওয়া হল না? কেন হাসপাতাল চত্বরে এখনও গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে? শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রয়েছে আমাদের। নিরাপদে কাজ করার অধিকার রয়েছে আমাদের’’। এরপরই আত্মসমালোচনার সুরে ফিরহাদ কন্যা লেখেন, ‘‘একজন তৃণমূল কংগ্রেস সমর্থক হিসেবে আমাদের নেতৃত্বের নীরবতা দেখে আমি খুবই লজ্জিত’’।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘নিরাপত্তার অভাব বোধ করলে কেপিসিতে চলে এস’, জুনিয়র ডাক্তারদের আশ্রয় দেওয়ার আশ্বাস ফিরহাদ-কন্যার