কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে দেশজুড়ে জাঠা করছে এসএফআই। অগাস্টে রাজ্যে সেই জাঠা প্রবেশ করে। পূর্ব ভারতে সেই জাঠার সমাপ্তি অনুষ্ঠান আজ কলেজস্ট্রিটে। বাম-আমলে চিরকূট দিয়ে যে চাকরির অভোযোগ করা হয়, তার কোনও ভিত্তি নেই, দাবি বিমান বসুর। তিনি বলেন, '' ৭৩ সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে এমন ঘটনার অভযোগ সামনে এসেছিল। বাম আমলে বামপন্থীদের মধ্যে একটা স্লোগান উঠেছিল, 'চাকরির বেলায় মেধা, ঝাণ্ডার বেলায় গাঁধা।' বামপন্থিদের মধ্যে একটা অসন্তোষ ছিল চাকরি নিয়ে। কারণ তখন পরীক্ষার পর ভাইভা হত, তারপর চাকরি হত। কোনও দুর্নীতির প্রশ্ন ওঠেনি। এখন তো টাকার পাহাড় দেখা যাচ্ছে, আমি এত টাকা একসঙ্গে দেখিনি।''
advertisement
আরও পড়ুন: প্রথম দফা শেষ, শুরু দ্বিতীয়, অভিষেককে দফায় দফায় জেরা করছে ইডি
আরও পড়ুন: ছবিতে ঐক্য কিন্তু বাস্তবে কই, বঙ্গ বিজেপির কোন্দল নিয়ে জোর চর্চা অন্দরেই
শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে হবে বিরাট সর্বভারতীয় ছাত্র সমাবেশ। সেই উপলক্ষে কলকাতার চার প্রান্ত থেকে চার মিছিল মিশছে কলেজ স্ট্রিটে। শ্যামবাজার মোড় থেকে একাধিক কলেজ গেট ছুঁয়ে কলেজ স্ট্রিট পৌঁছবে সংগঠনের কলকাতা জেলার মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে হুগলি জেলার মিছিল শুরু হবে। হাওড়া, বর্ধমান-সহ একাধিক জেলার মিছিল শুরু হাওড়া স্টেশন থেকে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মিছিল শিয়ালদহ স্টেশন থেকে কলেজস্ট্রিটমুখী।