TRENDING:

আবেদনেই এক ডজন ভুল, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল সিবিআই

Last Updated:

গত শুক্রবার নারদ কাণ্ডে (Narada Case) ধৃত চার নেতাকে জেল হেফাজত থেকে বের করে গৃহবন্দি করে রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ কিন্তু সিবিআই চার নেতাকে গৃহবন্দি করে রাখার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চার হেভিওয়েট নেতাকে গৃহবন্দি করার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়ে জোর ধাক্কা খেল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল, তাতে অন্তত এক ডজন ত্রুটি রয়েছে বলে খবর৷ ফলে, সুপ্রিম কোর্টে করা সিবিআই-এর স্পেশ্যাল লিভ পিটিশন খারিজ হয়ে গিয়েছে৷
advertisement

গত শুক্রবার নারদ কাণ্ডে ধৃত চার নেতাকে জেল হেফাজত থেকে বের করে গৃহবন্দি করে রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ কিন্তু সিবিআই চার নেতাকে গৃহবন্দি করে রাখার বিরোধিতা করে৷ ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করার আবেদন নিয়ে রবিবার রাতেই সুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন করে সিবিআই৷ নিয়ম মতো, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের অফিসে স্পেশ্যাল লিভ পিটিশন জমা করে সিবিআই৷ কিন্তু তড়িঘড়ি করা সেই আবেদন পরীক্ষা করতে গিয়েই তাতে একগুচ্ছ ভুল ধরা পড়ে৷ সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার আবেদনে অন্তত এক ডজন ভুল পাওয়া গিয়েছে৷ ফলে রেজিস্ট্রারের অফিস থেকেই ওই আবেদন খারিজ করে দেওয়া হয়৷ যার ফলে সুপ্রিম কোর্টে ফের নতুন করে আবেদন করতে হবে সিবিআই-কে৷

advertisement

এ দিন কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি শুরু হতেই সুপ্রিম কোর্টে সিবিআই-এর করা আবেদনের কথা উল্লেখ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ তখনও সুপ্রিম কোর্টে সিবিআই-এর আবেদন খারিজ হওয়ার খবর আসেনি৷ তুষার মেহতা আর্জি জানান, যেহেতু সুপ্রিম কোর্টে মামলার আবেদন করা হয়েছে, তাই কলকাতা হাইকোর্টে শুনানি স্থগিত রাখা হোক৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ তারউপর সুপ্রিম কোর্টে তুষার মেহতার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর সলিসিটর জেনারেলের যুক্তি আরও দুর্বল হয়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সিবিআই যেভাবে সুপ্রিম কোর্টে গিয়েছে, তাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তৃণমূল নেতাদের হয় সওয়াল করা অভিষেক মনু সিঙ্ঘভি৷ কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন তিনি অভিযোগ করেন, শুনানি প্রক্রিয়ায় দেরি করতেই ইচ্ছাকৃত ভাবে জটিলতা তৈরি করছে সিবিআই৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
আবেদনেই এক ডজন ভুল, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল