TRENDING:

Rowing Club : এখনও ধোঁয়াশা উদ্ধারকারী বোট নিয়ে! কী বলছে কলকাতার রোয়িং ক্লাবগুলি?

Last Updated:

Rowing Club : ইতিমধ্যেই বিভিন্ন বোট প্রস্তুতকারী সংস্থাদের সঙ্গেও  দফায় দফায় আলোচনা করা হচ্ছে কলকাতার রোয়িং ক্লাবগুলির তরফে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রোয়িংয়ের সময়ে ব্যবহৃত পেট্রোল চালিত রেসকিউ বোট কতটা দূষিত করে পরিবেশ? ব্যাটারি চালিত বোট কতটা পরিবেশবান্ধব? শহরের বিভিন্ন ক্লাব গুলি এইসব প্রশ্ন নিয়েই এখন শুরু করেছে খোঁজখবর। ইতিমধ্যেই বিভিন্ন বোট প্রস্তুতকারী সংস্থাদের সঙ্গেও  দফায় দফায় আলোচনা করা হচ্ছে কলকাতার রোয়িং ক্লাবগুলির তরফে।
Rabindra sarobar
Rabindra sarobar
advertisement

ব্যাটারি চালিত উদ্ধারকারী বোটের থেকে কতটা পরিবেশবান্ধব পেট্রোল চালিত বোট? আদৌ কি পরিবেশ বান্ধব? এই ধরনের নানা প্রশ্নের উত্তর খুঁজতে বর্তমানে জোর তৎপরতা ক্লাব শিবিরে। ২.৫ অশ্বশক্তি ক্ষমতাসম্পন্ন ফোর স্ট্রোক পেট্রোল চালিত মোটর রেসকিউ বোটের দাম যেখানে এক লক্ষ টাকা। সেখানে একই বৈশিষ্ট্যের ইলেকট্রিক রেসকিউ বোটের ন্যূনতম দাম তিন লক্ষ টাকা।

advertisement

এই তথ্য জানিয়ে শহরের বোট প্রস্তুতকারী সংস্থার তরফে বলা হয়,' ইলেকট্রিক বোট সম্পূর্ণ পরিবেশ বান্ধব। তবে আধুনিক পেট্রোল চালিত বোট থেকে খুব একটা পরিবেশ দূষণ হয় না। যত বেশি অশ্বশক্তি সম্পন্ন রেসকিউ বোট নেওয়া যাবে ততো পরিবেশ দূষণ কম হবে'। তবে পরিবেশ বিশেষজ্ঞদের মতে, যেখানে ব্যাটারি চালিত বোট থেকে রবীন্দ্র সরোবরে দূষণের মাত্রা শূন্য হবে সেখানে পেট্রোল চালিত রেসকিউ বোট পরিবেশকে বেশি দূষিত করবে। যদিও শহরের রোয়িং ক্লাবগুলির তরফে বলা হচ্ছে, 'ব্যাটারি চালিত রেসকিউ বোটের বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই। অতীতের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা অনেকের কাছ থেকেই মতামত নিয়ে জেনেছি যে, যখন কোনও দুর্ঘটনা ঘটবে তখন আপৎকালীন পরিস্থিতিতে সেই ঘটনাস্থলে পৌঁছাতে ব্যাটারিচালিত রেসকিউ বোটের থেকে অনেক তাড়াতাড়ি সেখানে পৌছতে পারবে পেট্রোল চালিত উদ্ধারকারী বোট। এটাই আমাদের কাছে অগ্রাধিকার। তবে প্রশাসন যে গাইডলাইন দিয়েছে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব।'

advertisement

আরও পড়ুন- ঝড়ে আলগা হয়েছিল পুলিশের ব্যারাকের জানলা! পথচারীর মাথায় খুলে পড়তেই ভয়ঙ্কর পরিণতি

পরিবেশ বিশেষজ্ঞদের কথায়, 'মানুষের জীবন যেমন বাঁচানো জরুরি। ঠিক তেমনই পরিবেশ বাঁচানোও একই রকম ভাবে জরুরি'। রবীন্দ্র সরোবরে রোয়িং চালু করার বিষয়ে কলকাতা পুলিশের তরফে চূড়ান্ত গাইডলাইন হাতে পাওয়ার পর শহরের তিনটি রোয়িং ক্লাব যথাক্রমে ক্যালকাটা রোয়িং ক্লাব, বেঙ্গল রোয়িং ক্লাব এবং লেক ক্লাব প্রশাসনের দেওয়া গাইডলাইন মেনে চলার ব্যাপারে তৎপরতা শুরু করেছে। তবে সেই গাইডলাইনে সুরক্ষা বিষয়ক নানান বিষয় উল্লেখ থাকলেও রেসকিউ বা ফলো বোট ব্যাটারিচালিত নাকি পেট্রোল চালিত হবে সে ব্যাপারে কোনও নির্দিষ্ট উল্লেখ নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rowing Club : এখনও ধোঁয়াশা উদ্ধারকারী বোট নিয়ে! কী বলছে কলকাতার রোয়িং ক্লাবগুলি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল