জনৈক ভাস্কর মিত্র নামে এক যাত্রী এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন। বলা ভাল রেলের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু এখনও নতুন কল বসানো হয়নি। গরম পড়তে না পড়তেই শুরু হবে যাত্রীদের চরম ভোগান্তি।
advertisement
শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, যাত্রীদের নানা ধরণের সুবিধা দেওয়ার জন্য শিয়ালদহ স্টেশন পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। সেই কাজের সূত্র ধরেই পানীয় জলের জায়গার পাশে আলাদা করে এই ঠান্ডা জলের কিয়স্ক বসানো হয়েছিল। সেই কল গিয়েছে চুরি। রেল অবশ্য জানাচ্ছে, তারা তদন্ত করে দেখবে কীভাবে এই ঘটনা ঘটল।
কিয়স্ক যাতে ব্যবহার পুনরায় করা যায় সে বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রেল। যাত্রীদের একাংশের অভিযোগ, নজর এড়িয়ে প্রতিদিন স্টেশন চত্বরে বহু নেশাখোর ঘুরে বেড়ায়। তাদের মধ্যে থেকেই কেউ এই কাজ করে থাকতে পারে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2025 2:17 PM IST