TRENDING:

 'ব্যাঙ্ক থেকে লোন নিন’! ফি কমাতে নারাজ স্কুল সাফ জানিয়ে দিল পড়ুয়াদের বাবা-মা কে

Last Updated:

পুলিশ বলছে ,'ইংরেজি মাধ্যমে পড়ানোর 'ক্ষমতা' না থাকলে সন্তানদের সরকারি স্কুলে দিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : স্কুল কর্তৃপক্ষের  কথায়, 'স্কুল ফি দিতেই হবে কোনও অবস্থাতেই ফি কমানো সম্ভব নয়। প্রয়োজনে  ব্যাঙ্ক থেকে লোন নিয়েও  ফি মেটাতে হবে'। অন্যদিকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে না পারলে অভিভাবকদের সরকারি স্কুলে নিজেদের সন্তানদের ভর্তি করতে বলেন পুলিশ কর্মী। স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ অভিভাবকদের। ফি বৃদ্ধি এবং লকডাউন সময়কালে স্কুলের ফি ৫০ শতাংশ মুকুবের দাবিতে সোমবার সরব হন কলকাতার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকরা। বাঁশদ্রোণীর  ডি'পল স্কুলের অভিভাবকদের বিক্ষোভের জেরে উত্তাল হয় স্কুল চত্বর৷
advertisement

বিক্ষোভ, পথ অবরোধের জেরে সোমবার দিনভর সরগরম ছিল নেতাজী সুভাষ চন্দ্র বোস রোড। ফি কমানোর দাবিতে শহরের একাধিক স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। এবার সেই তালিকায় জুড়ে গেল কলকাতার ডি'পল স্কুলও। লকডাউনের কারণে বর্তমান সময়ে অনেক অভিভাবকেরই অর্থনৈতিক অবস্থা শোচনীয়। সেই জায়গা থেকেই অভিভাবকরা একত্রিত হয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন যাতে লকডাউন সময়কালীন স্কুল ফি কমানো হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ অভিবাবকদের সেই আবেদনে নারাজ। স্কুল কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের সাফ জানিয়ে দেওয়া হয়, কোনও অবস্থাতেই ফি কমানো সম্ভব নয়। নির্ধারিত ফি  পুরোটাই দিতে হবে'। আর এরপরই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।

advertisement

অভিভাবকদের অভিযোগ, লকডাউনের সময় এসি'র খরচ, স্মার্ট বোর্ডের খরচ, লাইব্রেরীর খরচ, ফুল বিল্ডিং রক্ষণাবেক্ষণের খরচ সহ একাধিক আনুষাঙ্গিক খরচের হিসাব দিলেও তা বর্তমানে অপ্রয়োজন। আমরা বলেছিলাম, যেহেতু অনলাইনে ক্লাস চলছে তাই  শুধুমাত্র টিউশন ফি নেওয়া হোক। তাতে রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ। আমরা এও বলেছিলাম, বার্ষিক যে ফি  নির্ধারণ করা হয়েছে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তার ৫০ শতাংশ নেওয়া হোক। এতেও রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ। সহানুভূতি তো দূর অস্ত, রীতিমত আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছে স্কুল কর্তৃপক্ষ। অবিলম্বে ফি জমা দিতে নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ অভিভাবকদের। অভিভাবকদের তরফে সৌরভ প্রধান, সুপর্ণা মালাকাররা বলেন, অভিবাবকদের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসলেও তারা কোনও অবস্থাতেই ফি কমানোর বিষয়ে আগ্রহী নয়। বিক্ষোভ পথ অবরোধ চলাকালীন ঘটনাস্থলে এসে পৌঁছোন কলকাতা পুলিশের  অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ কর্তা। বৈঠক করেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। শেষমেষ পুলিশের তরফে অবিভাবকদের আগামী ২৯ জুন সকাল ১১ টায় অভিভাবকদের দাবি-দাওয়া নিয়ে স্কুল কর্তৃপক্ষ বৈঠকে বসার কথা জানালে আন্দোলন থেকে সরে আসেন অভিভাবকরা। অভিভাবকদের একাংশের ক্ষোভ পুলিশের বিরুদ্ধেও। বিক্ষোভ চলাকালীন অভিবাবকদের এক পুলিশ কর্মী ব্যঙ্গাত্মক সুরে বলেন, 'ইংরেজি মাধ্যম এই স্কুলে পড়ানোর খরচ না চালাতে পারলে আপনারা সন্তানদের স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে সরকারি স্কুলে ভর্তি করুন। খরচ বেঁচে যাবে'। পুলিসকর্মীর এই বক্তব্যের জেরে বেজায় চটে যান অভিভাবকরা। পুলিশের অমানবিক ব্যবহারের প্রতিবাদে গর্জেও ওঠেন অভিভাবক মহল। সোমবার আন্দোলন থেকে সরে আসাকে অভিভাবকরা আন্দোলন প্রত্যাহার বলে মানতে নারাজ।  তাদের স্পষ্ট বক্তব্য, আমরা আপাতত  আন্দোলন স্থগিত রাখছি ।আগামী 29 জুন যদি আমাদের দাবি দাওয়া নিয়ে কোনও রকম সমাধানসূত্র না বের হয় তাহলে 'নো ফি নো স্কুল' স্লোগানকে সামনে রেখে ফের আন্দোলনের রাস্তাতেই নামবো। হুঁশিয়ারি অভিভাবকদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

VENKATESWAR  LAHIRI

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
 'ব্যাঙ্ক থেকে লোন নিন’! ফি কমাতে নারাজ স্কুল সাফ জানিয়ে দিল পড়ুয়াদের বাবা-মা কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল