রাজ্যজুড়ে প্রশ্ন একটাই, টাকার বিনিময়ে মুড়ি মুড়কির মতন চাকরির নেপথ্যে কারা? সূত্রের খবর, এরই উত্তরে দুই আলাদা খসড়া তালিকা প্রস্তুত করে ফেলেছে সিবিআই। আর সেই তালিকায় এবার আরও এক মন্ত্রীর নাম। সূত্রের খবর, সিবিআই-এর দুটি তালিকার মধ্যে একটি প্রভাবশালী তালিকা আর অন্যটি এজেন্ট ও মিডলম্যানদের তালিকা।
আরও পড়ুন : কেন গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক…? চাকলায় গ্রেফতারির ‘আসল’ কারণ বলে দিলেন মমতা!
advertisement
প্রভাবশালী তালিকায় রয়েছে মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, কাউন্সিলর, নেতাদের নাম। অন্যদিকে এজেন্টদের তালিকায় রয়েছে এক ডজনের বেশি উল্লেখযোগ্য নাম। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখতে চেয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। জানুয়ারি প্রথম সপ্তাহে রিপোর্ট পেশ করার সম্ভাবনা CBI এর।
CBI এর প্রভাবশালী তালিকায় কারা? সম্ভাব্য তালিকা :
পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী।
মানিক ভট্টাচার্য, বিধায়ক।
চন্দনা সিনহা, মন্ত্রী।
তাপস সাহা, বিধায়ক, তেহট্ট।
(প্রবীর কয়াল, ব্যাক্তিগত সচিব, বিধায়ক)
জীবন কৃষ্ণ সাহা, বিধায়ক, মুর্শিদাবাদ।
জাফিকুল ইসলাম, বিধায়ক, ডোমকল।
কানাই মণ্ডল, বিধায়ক, নবগ্রাম।
নবকুমার সাহা, নবগ্রাম, মুর্শিদাবাদ।
জয়দীপ দাস, বারাকপুর, পুরপিতা।
অমল আচার্য, প্রাক্তন বিধায়ক।
বাপ্পাদিত্য দাশগুপ্ত, কাউন্সিলর।
দেবরাজ চক্রবর্তী, কাউন্সিলর।
এজেন্টদের তালিকায় উল্লেখযোগ্য নাম:
দীপক জানা, কাঁথি, মেদিনীপুর।
ফিরোজ আনসারি, মালদহ
ইমরান, মালদহ
পলাশ মণ্ডল, এজেন্ট, বিভাস অধিকারী।
রাকেশ সিং, নিউটাউন।
বেঞ্জামিন হেমব্রম, দিনাজপুর।
তাপস মিশ্র, পূর্ব মেদিনীপুর।
নিখিলেশ বেরা, মেচেদা।
অরণ্যক আচার্য, পূর্ব মেদিনীপুর।
কালীপদ পতি, পূর্ব মেদিনীপুর।
অতনু গুচ্ছাইত, কোলাঘাট।
অমিতাভ মণ্ডল, পূর্ব মেদিনীপুর।
পিপুলউদ্দিন সেখ, মুর্শিদাবাদ।
নবকুমার দাস, কাঁথি।
মৃণাল চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর।
সংগ্রাম, মুর্শিদাবাদ।
কামরুদ্দিন ওরফে কামু, মুর্শিদাবাদ।
সুদীপ গঙ্গোপাধ্যায়, দক্ষিণ দিনাজপুর।
CBI তদন্তে তাপস মণ্ডলের এজেন্ট হিসেবে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যোগ খুঁজে পাওয়া নাম গুলি হল:
হৃদয় সাহা, নবগ্রাম, মুর্শিদাবাদ।
অমিয় মাইতি, কাঁথি।
মান্তু দাস মহাপাত্র,
পিরুলাল পাড়ুই,।
উমাপদ ভুঁইয়া।
নবকুমার সাহা, আরাধনা বাস সার্ভিস।
নিলাদ্রী ঘোষ,
আরণ্যক আচার্য, (খড়গপুর আদিবাসী কলেজ)।
সমীরণ চক্রবর্তী, মুর্শিদাবাদ।
কুন্তল ঘোষ
এজেন্টস হিসেবে যোগ খুজে পাওয়া ব্যক্তিদের নাম।
দিব্যেন্দুু বাগ, হুগলি।
জীতেন রায়, রায়গঞ্জ।
সুখেন রানা, বীরভূম।
সুজল, মুর্শিদাবাদ।
নুরুল হাসান,
অনুপম, রায়গঞ্জ।
শ্যামপদ পাত্র, হাওড়া।
অরবিন্দ, এসআই (হাওড়া)।
তন্ময় গোস্বামী, বাঁকুড়া।
সন্তু গঙ্গোপাধ্যায়, হুগলি।