এসবিআই-এর এই নতুন পলিসির নাম ‘এসবিআই লাইফ পূর্ণ সুরক্ষা’ ৷ এর আগে ক্যান্সার রোগের জন্য স্বাস্থ্য বিমা আনলেও বাকি সবধরণের জটিল রোগের জন্য এটাই সংস্থার প্রথম পলিসি ৷ মাত্র ৩০০০ টাকা প্রিমিয়াম থেকে শুরু হওয়া এই বিমা ভবিষ্যৎ সুরক্ষার জন্য যথেষ্ট উপযোগী বলেই দাবি সংস্থার ৷ কারণ এতে রয়েছে হেলথ কভার বেনিফিট ৷ যিনি বিমা করাচ্ছেন, তাঁর মৃত্যুর পরেও গোটা টাকাটাই পাবেন তাঁর নমিনি ৷ অর্থাৎ ধরা যাক কোনওপ্রকার জটিল রোগ হল না ৷ কোনও রোগের চিকিৎসা ছাড়াই ব্যক্তির মৃত্যু হলে বিমার টাকাটা জলে গেল, তা কিন্তু নয় ৷ এদেশে স্বাস্থ্য বিমা করান এমন মানুষের সংখ্যা বেশ কম ৷ তাই ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এবার ‘পূর্ণ সুরক্ষা’-র পলিসি নিয়ে হাজির এসবিআই লাইফ ৷
advertisement
এই পলিসির সবচেয়ে বড় লাভ হল, পলিসির টার্ম যতোটা বাড়বে, ততোই জটিল রোগের কভারও বাড়তে থাকবে ৷ কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে এসবিআই লাইফের জোন ৩-র প্রেসিডেন্ট রবীন্দ্র কুমার বলেন, ‘‘ গৃহ ঋণ বা এডুকেশনাল লোনের মতো বিষয়গুলি যেমন জীবনের প্রথম পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তেমন পরবর্তী পর্যায়ের জন্য লাইফ কভারের প্রয়োজনীয়তা অনেক বেশি ৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই অনেক দায়-দায়িত্ব কমতে থাকলেও চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তেই থাকে ৷ এসবিআই লাইফের এই পূর্ণ সুরক্ষার পলিসিতে ‘অটো-রিব্যালেন্সিং ফিচার’ গ্রাহককে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি এবং সামর্থ্যের দিকে নজর রেখেই বীমা প্ল্যান করার বিষয় সাহায্য করবে ৷ এতে আর্থিকভাবেও আরও সুরক্ষিত হবেন ব্যক্তি ৷ কোনও জটিল রোগ হলে তার চিকিৎসার জন্য সর্বসান্ত হওয়ার অবস্থা হবে না বীমাকারীর ৷ ’’
নতুন এই পলিসির সময়কাল (Policy Term) ১০,১৫,২০,২৫ এবং ৩০ বছরের ৷ গোটা টার্মেই প্রিমিয়াম থাকবে একই ৷ মাসিক, বছরে দু’বার বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারবেন গ্রাহকরা ৷ এর থেকে কর ছাড়ের সুবিধাও পাবেন তাঁরা ৷