যেখানে দিনভর আলোচনায় উঠে এল বর্তমান আবহাওয়া পরিস্থিতি ও নগরায়নের মধ্যেও সবুজ ও পরিবেশ বাঁচানোর কথা। এদিনের এই কর্মশালার শুভ সূচনা করেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘নগরায়নের সঙ্গে বাঁচাতে হবে আমাদের পরিবেশ। শহরের উন্নয়নও যেমন দরকার, তেমন সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজন আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখা। শহরের সরোবর, জল ও জলজ প্রাণী- সব ভারসাম্য বজায় রাখা আমাদেরই কর্তব্য।’’
advertisement
আরও পড়ুন - Weather Alert: ভোল বদলাচ্ছে সাইক্লোন অশনি, ১০০ কিলোমিটার অবধি গতিতে বইবে ঝড়
তাঁর কথায়, ‘‘আমরা আমাদের পরিবারকে গাড়ি বাড়ি সব দিলাম, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম সব আধুনিক পরিষেবা পেয়েও যদি সিওপিডি আক্রান্ত হয়ে পড়ে, তাহলে তো আমাদেরকেই তারা প্রশ্ন করবে কি দিয়ে গেলাম। তাই আগামী প্রজন্মের বাসযোগ্য পৃথিবী রাখতে গেলে পরিবেশকে বাঁচিয়ে রাখা আমাদেরই মূল কর্তব্য।’’ তিনি আরও বলেন ‘‘যেমন সবুজকে ধরে রাখতে হবে, তেমন ভাবেই সরোবরের জল, নদীর জল কী ভাবে দূষণ মুক্ত রেখে জলজ প্রাণীর ভারসাম্য বাঁচিয়ে রাখা যাবে তা আমাদের ভাবতে হবে।’’
শুধু তিনি নন, কল্যাণ রুদ্রের কথাতেও বারবার ফিরে এসেছে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রসঙ্গ। আবহাওয়ার এই খামখেয়ালিপনাও আমাদের অনাচারের ফসল বলেই মনে করেন কর্মশালায় অংশ নেওয়া পরিবেশবিদরা।
Amit Sarkar
