TRENDING:

Satabdi Roy: কল্যাণের ইস্তফার পরই তৃণমূলে বিরাট রদবদল! এতদিন পর কোন বড় দায়িত্ব পেলেন শতাব্দী?

Last Updated:

২০০৯ সালে থেকে সাংসদ পদে রয়েছেন শতাব্দী৷ পর পর চার বার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন তিনি৷

advertisement
কলকাতা: সোমবার তৃণমূল সাংসদদের সঙ্গে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের পর থেকেই কার্যত ঝড় চলছে তৃণমূলের অন্দরে৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তৃণমূলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ঘোষণার পর আরও অদল বদল ঘটে গিয়েছে তৃণমূলের সংসদীয় দলের অন্দরে৷ লোকসভায় দলের মুখ্যসচেতকের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার পরই নতুন করে দায়িত্ব বণ্টন করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ আর তাতেই নতুন দায়িত্ব পেলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়৷
নতুন দায়িত্বে শতাব্দী রায়৷
নতুন দায়িত্বে শতাব্দী রায়৷
advertisement

এ দিন তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার পর লোকসভায় দলের মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবেন কাকলি ঘোষ দস্তিদার৷ একই সঙ্গে জানানো হয়েছে, তৃণমূলের লোকসভার নতুন উপ দলনেতা হচ্ছেন শতাব্দী রায়৷

২০০৯ সালে থেকে সাংসদ পদে রয়েছেন শতাব্দী৷ পর পর চার বার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন তিনি৷ সেই হিসেবে তৃণমূলের অন্যতম পুরনো এবং সিনিয়র সাংসদ বলাই যায় শতাব্দীকে৷ যদিও এতদিন দিল্লিতে সেভাবে দলের পক্ষ থেকে বড় কোনও দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে৷ এমন কি, সংসদেও সেভাবে সামনের সারিতে দেখা যায়নি অভিনেত্রী সাংসদকে৷ এবার অবশ্য দলের গুরুত্বপূর্ণ দায়িত্বই দেওয়া হল শতাব্দীকে৷

advertisement

আরও পড়ুন: ইস্তফাপত্র গ্রহণ মমতার, তৃণমূলে আরও কোণঠাসা কল্যাণ! দলনেত্রীকে কী লিখলেন শ্রীরামপুরের সাংসদ?

পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের আর এক মহিলা সাংসদ মহুয়া মৈত্রের বিবাদ যেভাবে প্রকাশ্যে চলে আসছিল, তাতে তৃণমূলের বিড়ম্বনা বাড়ছিল৷ এই পরিস্থিতিতে দু জন মহিলা সাংসদকে মুখ্যসচেতক এবং লোকসভায় দলের উপনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াও অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা
আরও দেখুন

দলের এই সিদ্ধান্তে দারুণ খুশি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও৷ নতুন দায়িত্ব পাওয়ার জন্য দুই সিনিয়র সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়কে অভিনন্দন জানিয়েছেন তিনি৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Satabdi Roy: কল্যাণের ইস্তফার পরই তৃণমূলে বিরাট রদবদল! এতদিন পর কোন বড় দায়িত্ব পেলেন শতাব্দী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল