সিবিআই সূত্রে খবর, আইনের তোয়াক্কা না করেই আরজি করে কফি শপ খোলার অনুমতি দিয়েছিলেন আফসারকে। কোনও টেন্ডার প্রক্রিয়া হয়নি বলে আদালতে জমা করা নথিতে জানিয়েছে সিবিআই। তাতে উল্লেখ রয়েছে, এহশান ক্যাফের খাতায় কলমে মালিক আফসারের স্ত্রী। তার সঙ্গে চুক্তি হয়েছিল আরজি করের।
আরও পড়ুন: বিনীত গোয়েলের অপসারণ মামলায় নয়া মোড়, রাজ্যের আইনজীবীকে বড় নির্দেশ হাইকোর্টের
advertisement
এদিকে, সিবিআই-এর স্ক্যানারে এবার স্বাস্থ্য দফতর ‘ঘনিষ্ঠ’ তিন চিকিৎসক ৷ আরজি করের অস্থায়ী কর্মী নিয়োগে স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ হওয়ায় সব রকম ভাবে সন্দীপ ঘোষকে মদতের অভিযোগ উঠেছে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে ৷
সিবিআই সূত্রের দাবি, এই অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে আরজি করের অন্দরে প্রতিবাদ হলে ওই তিন চিকিৎসকের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল প্রতিবাদীদের ৷ সন্দীপ হেফাজতে থাকাকালীন তাই ওই তিন চিকিৎসকের এবার বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই ৷