জানুয়ারির শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথমে এসএসকেএম হাসপাতলে (SSKM Hospital) ভর্তি করা হয়। পরে করোনা রিপোর্ট পজেটিভ এলে এসএসকেএম হাসপাতাল থেকে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তারপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। এরপর আজ সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন।
advertisement
সূত্রের খবর, আজ শিল্পীর দেহ সম্ভবত পিস হেভেন বা পিস ওর্য়াল্ড রাখা হতে পারে। আগামিকাল দুপুর থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে দেহ। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পরে শেষকৃত্য যথাযথ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।
ধীরে ধীরে উঠছিলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী। তবে আজ মঙ্গলবার ফের অবস্থার অবনতি হতে শুরু করে। এ দিন হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক। কমে গিয়েছে ব্লাড প্রেসার। পেটের যন্ত্রণাও হচ্ছিল।ফলে কোনও ঝুঁকি না নিয়ে ফের ICU-তে নিয়ে যাওয়া হয় 'গীতশ্রী'কে, রাখা হয় ভেসোপ্রেসার সাপোর্টে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টার পরেও আর সাড়া দেননি তিনি।