আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল, অবস্থানে অনড় ধনখড়
বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay health update)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও সঙ্কটমুক্ত না হলেও তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। আজ সকালে সামান্য শারীরিক উন্নতি হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিছু রক্ত পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। তবে এখনও কিছু রিপোর্ট আসা বাকি আছে। সকালে রাইস টিউব সরিয়ে চা বিস্কুট খাওয়ানো হয়েছে বর্ষীয়ান শিল্পীকে (Sandhya Mukhopadhyay health update)। কিংবদন্তীর গায়িকার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তিনি কোভিড পজিটিভ-ও, কাজেই অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি রয়েছে । রয়েছে লিভারের সমস্যাও। হিমোগ্লোবিনের মাত্রাও কম । স্থিতিশীল হলেও এখনও অক্সিজেন সাপোর্টে আছেন গীতশ্রী। তবে, আজ আর তাঁর জ্বর নেই। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে লো ডোজের ভেসোপ্রেসর দিয়ে।
advertisement
আরও পড়ুন: স্টাইলে বাপ্পি লাহিড়ী...'যাদবপুরের ডন’, কাকে বললেন? সায়নী ঘোষের ভিডিও ভাইরাল!
বৃহস্পতিবার শ্বাসকষ্ট, হালকা জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) উডবার্ন ওয়ার্ডের ১০৩ কেবিনে ভর্তি হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গ্রিন করিডর করে গীতশ্রীকে নিয়ে আসা হয় এসএসকেএম-এ। তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন এসএসকেএম হাসপাতালের বক্ষরোগ বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ কুন্ডু। হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে দেখেছেন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান চিকিৎসক অসীম কুন্ডু এবং মেডিসিন-এর চিকিৎসক নিলাদ্রি সরকার (Sandhya Mukhopadhyay critically ill)। হাসপাতাল সূত্রে জানা যায়, দুটি ফুসফুসেই গভীর সংক্রমণ রয়েছে। রয়েছে সামান্য তাপমাত্রা ও আচ্ছন্নভাব। প্রাথমিকভাবে শিল্পীকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। নবতিপর শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন (Sandhya Mukhopadhyay critically ill)। হাসপাতালে ভর্তির পর তাঁকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়। জ্বর কমানোর ওষুধ এবং অক্সিজেন দেওয়া ছাড়াও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। করা হয় করোনার আরটিপিসিআর (RTPCR) টেস্ট, রিপোর্ট পজিটি আসে। এর পরই তাঁকে স্থানান্তর করা হয় অ্যাপোলো হসপিটালে।