TRENDING:

Shahjahan Sheikh Arrest: গ্রেফতার শাহজাহান শেখ ! ৫৫ দিন পর গ্রেফতার ‘সন্দেশখালির বাঘ’

Last Updated:

৫৫ দিনের টালবাহানার অবসান। অবশেষে মিনাখাঁ থেকে গ্রেফতার সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শাহজাহান শেখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত ৫ জানুয়ারি থেকে চলছিল খোঁজ ৷ ৫৫ দিনের টালবাহানার অবশেষে অবসান। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার হল সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শাহজাহান শেখ। বৃহস্পতিবার এমনটাই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। শাহজাহানকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবারই তাকে আদালতে হাজির করানো হবে।
অবশেষে গ্রেফতার শাহজাহান শেখ
অবশেষে গ্রেফতার শাহজাহান শেখ
advertisement

সূত্রের খবর, আদালতের লকআপে রাখা হয়েছে তাকে। গত ৫ জানুয়ারি থেকেই এ রাজ্যের সবচেয়ে আলোচ্য নাম ছিল শাহজাহান। তার ঘনিষ্ঠ বহু নেতাকে ধরলেও অধরা ছিল ‘সন্দেশখালির বাঘ’। শেষপর্যন্ত শাহজাহানকে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

শাহজাহান শেখ কোথায় ? কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ? এই প্রশ্নই এতদিন ছিল সবার মুখে ৷ বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, পুলিশ ও শাসকদলের ছত্রছায়াতেই কি রয়েছে শাহজাহান ? গত রবিবার অবশ্য প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কোথাও কোনও সংশয় রাখবেন না, যে শাহজাহানকে আড়াল করা হচ্ছে। শাহজাহানকে যদি কেউ আড়াল করে, তাহলে সেটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট।” এরপর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও জানান, আগামী সাত দিনের মধ্যেই গ্রেফতার হবেন শেখ শাহজাহান। অবশেষে পুলিশের জালে ‘সন্দেশখালির বাঘ’ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Shahjahan Sheikh Arrest: গ্রেফতার শাহজাহান শেখ ! ৫৫ দিন পর গ্রেফতার ‘সন্দেশখালির বাঘ’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল