TRENDING:

Samik Bhattacharya: ‘...তাহলে কি রসগোল্লার কারখানা থাকবে?’ পাটুলি বিস্ফোরণ কাণ্ডে শমীকের নিশানায় তৃণমূল

Last Updated:

পাটুলির বোমা কাণ্ডে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শামীক ভট্টাচার্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘তৃণমূলের পার্টি অফিস কিংবা থানার পাশে বোমা পাওয়া যাবে না তো কি রসগোল্লার কারখানা থাকবে?’’ পাটুলির বোমা কাণ্ডে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শামীক ভট্টাচার্য।
পাটুলি বিস্ফোরণ কাণ্ডে শমীকের নিশানায় তৃণমূল
পাটুলি বিস্ফোরণ কাণ্ডে শমীকের নিশানায় তৃণমূল
advertisement

পাশাপাশি শাসক দলের কাউন্সিলরের পার্টি অফিস ও থানার কাছেই বোমায় কিশোরের আহত হওয়ার ঘটনায় শমীক ভট্টাচার্য এও বলেন, ‘‘তৃণমূল এইসব নিয়েই থাকে, এইসব নিয়েই থাকুক। শাসক দলের নেতার বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগ হবে ততই তাঁর পদোন্নতি হবে। আশীর্বাদের বর্ষণ হবে তৃণমূল কংগ্রেসের হাই কমান্ডের তরফে। শাসক দলের বিধায়ক, নেতা, সমাজবিরোধী পুলিশ, মন্ত্রী সব এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কোনও দল কিনা সেটাই এখন বড় প্রশ্ন।’’

advertisement

আরও পড়ুন– রাশিফল ২ নভেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

প্রসঙ্গত, শুক্রবার পাটুলিতে খেলার মাঠে বোমা বিস্ফোরণের জেরে আহত হয় এক কিশোর ৷ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) বিদিশা কলিতা দাশগুপ্ত ৷

advertisement

আরও পড়ুন– স্কুলে দুপুরের খাবার নিয়ে লুকিয়ে ফেলত খুদে পড়ুয়া, বন্ধুদের উচ্ছিষ্ট খেত প্রতিদিন, কারণ জানতে পেরে হতবাক শিক্ষক-শিক্ষিকারা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা যায়, এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে পাটুলির মাঠে খেলছিল কয়েকজন কিশোর৷ খেলতে খেলতে বল হারিয়ে গেলে খুঁজতে যায় দু’জন ৷ তখনই কাগজে মোড়া একটি জিনিস দেখে নবম শ্রেণির ছাত্র জনৈক এক কিশোর সেটি খুলে দেখতে যায়৷ তখনই ওই কাগজের ভিতরে থাকা বোমাটিতে বিস্ফোরণ ঘটে ৷ বোমা বিস্ফোরণের জোরাল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ ছুটে আসেন আশপাশের মানুষ৷ দেখা যায়, বোমা বিস্ফোরণের জেরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোর ৷ হাতে, নাকে, পায়ে আঘাত লাগে তার ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Samik Bhattacharya: ‘...তাহলে কি রসগোল্লার কারখানা থাকবে?’ পাটুলি বিস্ফোরণ কাণ্ডে শমীকের নিশানায় তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল