গত ১২ বছর ধরেই সিওপিডি-তে আক্রান্ত ছিলেন লেখক৷ সূত্রের খবর, গত ২৫ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ অবস্থার অবনতি হওয়ায় শেষ ৩ দিন তাঁকে রাখতে হয়েছিল ভেন্টিলেশনে৷
গত শনিবার সন্ধ্যায় সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার সংবাদমাধ্যমকে জানান, ‘‘গত দুদিন কেবিনেই রাখা হয়েছিল বাবাকে। কিন্তু বিকেলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।’’
advertisement
সমরেশ মজুমদার জন্মগ্রহণ করেন বাংলা ১৩৪৮ সনের ২৬শে ফাল্গুন, ১০ই মার্চ ১৯৪২ খ্রিষ্টাব্দ। তাঁর শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। ১৯৬০ সালে তিনি কলকাতায় আসেন। বাংলায় স্নাতক স্তরের পড়াশোনা করেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স।
সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ট্রিলজি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ তাঁকে বাঙালির মনে একেবারে কাছাকাছি নিয়ে চলে এসেছিল।