অতিমারিতে ধ্বস্ত ( Covid 19 Pandemic) ও লকডাউনে (Lockdown) জীবনের ছিন্নভিন্ন কোলাজ ধরা পড়েছে এঁদের পুজোভাবনায় ৷ উঠে এসেছে মাস্ক, স্যানিটাইজার, শারীরিক দূরত্ববিধি, অনলাইনে তালগোল পাকিয়ে যাওয়া জীবন ৷ টালমাটাল যাপন। চারপাশটা কেমন ঝাপসা। যেন কুয়াশা। তবু জীবন এগিয়ে চলে তার মাঝেই ৷
আরও পড়ুন - কয়েকশো বছর ধরে এই সাবেক দুর্গোৎসবের নবমীতে করা হয় মহামারি পুজো
advertisement
সমাজসেবী সঙ্ঘের মণ্ডপসজ্জার ভাবনায় আছেন শিল্পী বিমল সামন্ত৷ মণ্ডপ ঘিরে এখানে ওখানে কেউ গালে হাত দিয়ে উদ্বিগ্ন ৷ কেউ আবার অনলাইনে ক্লাস করছে ল্যাপটপ খুলে ৷ করোনা আবহে সমাজের টুকরো টুকরো দিনলিপির ছবি চিত্রিত হয়েছে মণ্ডপ জুড়ে। শিল্পমাধ্যমের অন্যতম মাধ্যম মিনিয়েচার ফর্মে ফুটিয়ে তোলা হচ্ছে দৈনন্দিন জীবনের সাত-সতেরো থেকে সাতকাহন।
আরও পড়ুন- জলঘড়ি মেনে সন্ধিপুজো, ৫ গ্রামে রিলে সিস্টেমে পৌঁছয় সন্ধির ডাক, গায়ে কাঁটা দেওয়া পুজোর ইতিহাস...
ভয়াবহ বিপদের কুয়াশার মাঝেই আশার আলো নিয়ে হাজির দুর্গতিনাশিনী দু্র্গা । কোভিডবিধির কথা মাথায় রেখে তিন দিক খোলা রেখে তৈরি হচ্ছে মণ্ডপ । রাস্তা থেকেই মণ্ডপ এবং প্রতিমা দর্শনের সুবিধা পাবেন দর্শনার্থীরা । সতর্কতা বজায় রেখেই আগমনীকে আবাহন জানাতে চান শারদোৎসবের উদ্যোক্তারা ৷