ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী ফিরোজ এডুলজি ও আইনজীবী কৌস্তব বাগচী। আইনজীবী ফিরোজ এডুলজির আবেদন:
১) সিট গঠন করে তদন্ত।
২) সিবিআই তদন্ত।
৩) ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি পর্যবেক্ষণ করে রিপোর্ট।
৪) অন্যান্য হাসপাতালগুলিতে স্যালাইন সংক্রান্ত বিষয়ে নজরদারি করে রিপোর্ট।
৫) কি করে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার করা হল তার রিপোর্ট।
advertisement
৬) অবিলম্বে স্বাস্থ্য সচিবের দায়িত্ব থেকে স্থানান্তরের আবেদন।
আরও পড়ুন: ‘মহিলাদের’ হার্ট অ্যাটাকের ঠিক আগে এই ‘সাইলেন্ট’ লক্ষণগুলিই দেখা যায়… সতর্ক হন আজই!
কৌস্তুভ বাগচীর আবেদন,
১) সিবিআই তদন্ত
২) অনেক ভুয়ো ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছে। যার মধ্যে দিয়ে প্রচুর আর্থিক লেনদেন হয়। তার তদন্ত করুক ইডি।
৩) পাশাপাশি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার এই ঘটনার তদন্ত করুক।
এদিকে, স্যালাইন কান্ডে গুরুতর অসুস্থ তিন প্রসূতিকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। ভর্তি করা হয়েছে এসএসকেএমে। সাড়ে তিনঘণ্টার পথ অতিক্রম করে তাঁদের নিয়ে আসা হয়েছে।
রীতিমতো গ্রিন করিডর করে পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে আসা হয় কলকাতায়। লাইফ সাপোর্টে নিয়ে আসা হয়েছে তাঁদের।