TRENDING:

Saline Incident Bengal: স্যালাইন কাণ্ডে বিরাট মোড়! আগামী বৃহস্পতিবার কী হতে চলেছে? নজরে হাইকোর্ট

Last Updated:

Saline Incident Bengal: স্যালাইন কাণ্ড ঘিরে তোলপাড় পরে গিয়েছে রাজ্য জুড়ে। এবার ঘুরল বড় মোড়। ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল প্রধান বিচারপতি'র ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্যালাইন কাণ্ড ঘিরে তোলপাড় পরে গিয়েছে রাজ্য জুড়ে। এবার ঘুরল বড় মোড়। ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল প্রধান বিচারপতি’র ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।
স্যালাইন কাণ্ডে বিরাট মোড়
স্যালাইন কাণ্ডে বিরাট মোড়
advertisement

ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী ফিরোজ এডুলজি ও আইনজীবী কৌস্তব বাগচী। আইনজীবী ফিরোজ এডুলজির আবেদন:

১) সিট গঠন করে তদন্ত।

২) সিবিআই তদন্ত।

৩) ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি পর্যবেক্ষণ করে রিপোর্ট।

৪) অন্যান্য হাসপাতালগুলিতে স্যালাইন সংক্রান্ত বিষয়ে নজরদারি করে রিপোর্ট।

৫) কি করে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার করা হল তার রিপোর্ট।

advertisement

৬) অবিলম্বে স্বাস্থ্য সচিবের দায়িত্ব থেকে স্থানান্তরের আবেদন।

আরও পড়ুন: ‘মহিলাদের’ হার্ট অ্যাটাকের ঠিক আগে এই ‘সাইলেন্ট’ লক্ষণগুলিই দেখা যায়… সতর্ক হন আজই!

কৌস্তুভ বাগচীর আবেদন,

১) সিবিআই তদন্ত

২) অনেক ভুয়ো ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছে। যার মধ্যে দিয়ে প্রচুর আর্থিক লেনদেন হয়। তার তদন্ত করুক ইডি।

advertisement

৩) পাশাপাশি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার এই ঘটনার তদন্ত করুক।

আরও পড়ুন: ধেয়ে আসছে…! বড় ‘দুর্যোগের’ অশনি সঙ্কেত? রাজ্যে রাজ্যে ঝোড়ো হাওয়া-ভারী বৃষ্টি সতর্কতা! কী হবে বাংলায়? আপডেট জানিয়ে দিল IMD

এদিকে, স্যালাইন কান্ডে গুরুতর অসুস্থ তিন প্রসূতিকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। ভর্তি করা হয়েছে এসএসকেএমে। সাড়ে তিনঘণ্টার পথ অতিক্রম করে তাঁদের নিয়ে আসা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রীতিমতো গ্রিন করিডর করে পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে আসা হয় কলকাতায়। লাইফ সাপোর্টে নিয়ে আসা হয়েছে তাঁদের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saline Incident Bengal: স্যালাইন কাণ্ডে বিরাট মোড়! আগামী বৃহস্পতিবার কী হতে চলেছে? নজরে হাইকোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল