কয়েকদিন আগেও কলকাতায় শীত ছিল। সেই শীতের মধ্যে অন্ততপক্ষে চারদিক মিলিয়ে হাজার জনের মতো সাধু-সন্ত বাবুঘাটে এসে পৌঁছেছেন।তাঁদের উপস্থিতি একেবারে অন্য আবহ তৈরি করেছে। বছরের পৌষ মাস ছাড়া ওই এলাকার বেশ ফাঁকা থাকে। সন্ধ্যা থেকে সাধুদের আখড়াগুলোয় কলকাতার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ভিড় জমাতে দেখা গেল।
advertisement
প্রতি বছরের মতো গঙ্গাসাগর মেলা উপলক্ষে সরকারের তরফে বাবুঘাটে ইতিমধ্যেই বিভিন্ন তাবু,প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। অস্থায়ী শৌচালয় থেকে আরম্ভ করে,পুণ্যার্থীদের থাকার জায়গা।সমস্ত কিছু তৈরির কাজ চলছে। বাইরে থেকে আসা সাধু-সন্তদের বিশ্বাস, আর কয়েকদিন পরেই সরকারি ভাবে তাঁরা বিভিন্ন সুবিধা ওখান থেকে পাবেন।
আরও পড়ুন: ‘হীরক রাজার দেশে’ পর্যটন উৎসব! ছোট্ট ছুটিতে কম খরচে চলুন ‘উদয়ন পণ্ডিতের গুহায়’
চিকিৎসা থেকে আরম্ভ করে মেলার প্রতিটি পরিষেবা তাঁদের কাছে বেশ আরামপ্রদ বলে তাঁরা জানান। তবে ধীরে ধীরে দূরদূরান্ত থেকে সাধুদের ভিড় জমা শুরু হচ্ছে প্রতিদিন। ট্রেনে করে কলকাতা, হাওড়া কিংবা শিয়ালদহ এসে পৌঁছচ্ছেন সাধুসন্তেরা।কয়েকদিন পরেই বাবুঘাট পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠবে।