সূত্রের খবর, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্তে উঠে আসে সায়নী ঘোষের নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি এমনটাই সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে।
আরও পড়ুন: ঝকঝকে রুপোলি ইলিশ মাত্র ৪০০ টাকায়! বাজারে এখন কত দর ইলিশের, দেখুন তালিকা
advertisement
এদিকে এদিন সায়নী ঘোষের গল্ফগ্রিনের যে ফ্ল্যাট কেনা ঘিরে উঠেছে প্রশ্ন সেই ফ্ল্যাটে যেতে জানা যায় বেশ কিছু নতুন তথ্য। জানা যায় ফ্ল্যাটটি কেনার জন্য দু-দুবার সায়নী ঘোষের সঙ্গেই ওই এলাকায় আসেন খোদ কুন্তল ঘোষ। শুধু তাই নয় স্থানীয় বাসিন্দাদের কথায় ফ্ল্যাটটির কেনার জন্য বুকিং মানি দিতেও এসেছিলেন কুন্তল।
২০২০ সালে সায়নী ঘোষ ২০ লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি বুক করেন বলেই জানা যাচ্ছে এক স্থানীয় বাসিন্দার মুখে। তাঁর দাবি, আনুমানিক এক কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাটটি কেনেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। যার বুকিং এর কুড়ি লক্ষ টাকা দেওয়া হয় নগদে যা অবাক করে এলাকার বাসিন্দাদের। আচমকা এত টাকা কথা থেকে পেলেন সায়নী? সেই প্রশ্নও তোলেন এলাকার মানুষ।
এদিকে গতকাল ইডির তলবের পর থেকে আড়ালে থাকলেও গাড়ি বদলে বদলে বাড়ি থেকে বেরোতে দেখা যায় সায়নী ঘোষকে। স্থানীয় বাসিন্দারা বলেন, নিজস্ব এসইউভি ছেড়ে কখনও একটি স্করপিও গাড়িতে তো কখনও কালো হন্ডা চড়ে বেরোতে দেখা যায় সায়নীকে। অন্যান্য দিনের মতো পোষ্যদের নিয়েও বাইরে বেরোননি অভিনেত্রী। তাঁর এই গতিবিধি স্বভাবতই সন্দেহ বাড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।