TRENDING:

Saayoni Ghosh: কখনও কালো হন্ডা..., কখনও সাদা স্করপিও...! ED তলবের পরেই সায়নীর 'গতিবিধি' বাড়াচ্ছে গুঞ্জন

Last Updated:

Saayoni Ghosh: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে ইডি। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে টলিউড অভিনেত্রী তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের। গতকালই তাঁকে নোটিস পাঠায় ইডি। সূত্রের খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে ইডি। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সায়নী ঘোষ
সায়নী ঘোষ
advertisement

সূত্রের খবর, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্তে উঠে আসে সায়নী ঘোষের নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি এমনটাই সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ঝকঝকে রুপোলি ইলিশ মাত্র ৪০০ টাকায়! বাজারে এখন কত দর ইলিশের, দেখুন তালিকা

advertisement

এদিকে এদিন সায়নী ঘোষের গল্ফগ্রিনের যে ফ্ল্যাট কেনা ঘিরে উঠেছে প্রশ্ন সেই ফ্ল্যাটে যেতে জানা যায় বেশ কিছু নতুন তথ্য। জানা যায় ফ্ল্যাটটি কেনার জন্য দু-দুবার সায়নী ঘোষের সঙ্গেই ওই এলাকায় আসেন খোদ কুন্তল ঘোষ। শুধু তাই নয় স্থানীয় বাসিন্দাদের কথায় ফ্ল্যাটটির কেনার জন্য বুকিং মানি দিতেও এসেছিলেন কুন্তল।

advertisement

২০২০ সালে সায়নী ঘোষ ২০ লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি বুক করেন বলেই জানা যাচ্ছে এক স্থানীয় বাসিন্দার মুখে। তাঁর দাবি, আনুমানিক এক কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাটটি কেনেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। যার বুকিং এর কুড়ি লক্ষ টাকা দেওয়া হয় নগদে যা অবাক করে এলাকার বাসিন্দাদের। আচমকা এত টাকা কথা থেকে পেলেন সায়নী? সেই প্রশ্নও তোলেন এলাকার মানুষ।

advertisement

আরও পড়ুন: ‘এল নিনো’-র রক্তচক্ষু…! জুলাইয়ের শুরুতেই আমূল ভোলবদল আবহাওয়ার! বর্ষায় গরম হবে চরম? খেল শুরু

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিকে গতকাল ইডির তলবের পর থেকে আড়ালে থাকলেও গাড়ি বদলে বদলে বাড়ি থেকে বেরোতে দেখা যায় সায়নী ঘোষকে। স্থানীয় বাসিন্দারা বলেন, নিজস্ব এসইউভি ছেড়ে কখনও একটি স্করপিও গাড়িতে তো কখনও কালো হন্ডা চড়ে বেরোতে দেখা যায় সায়নীকে। অন্যান্য দিনের মতো পোষ্যদের নিয়েও বাইরে বেরোননি অভিনেত্রী। তাঁর এই গতিবিধি স্বভাবতই সন্দেহ বাড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh: কখনও কালো হন্ডা..., কখনও সাদা স্করপিও...! ED তলবের পরেই সায়নীর 'গতিবিধি' বাড়াচ্ছে গুঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল