TRENDING:

Rupee against Dollar: ট্রাম্পের বিরাট সিদ্ধান্ত, তলানিতে পৌঁছে গেল টাকার দাম! 'নতুন যুদ্ধের' আশঙ্কায় বিশ্ব

Last Updated:

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্ব জুড়েই ডলারের চাহিদা বেড়েছে৷ অন্যদিকে টাকার মতোই পতন ঘটেছে ইউরো, পাউন্ড, জাপানের মুদ্রা ইয়েনেরও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: টাকার দামে রেকর্ড পতন৷ সোমবার ১ মার্কিন ডলারের বিনিময়ে টাকার দাম আরও ৬৭ পয়সা কমে দাঁড়াল ৮৭.২৯৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চিনের উপরে সোমবার নতুন করে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়ার পর গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে৷ যার জেরেই টাকার দামে আরও পতন হল বলে মত বিশেষজ্ঞদের৷
ট্রাম্পের সিদ্ধান্তে টাকার পতন?
ট্রাম্পের সিদ্ধান্তে টাকার পতন?
advertisement

সোমবারই কানাডা এবং মেক্সিকোর উপরে ২৫ শতাংশ হারে আমদামি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প৷ অর্থাৎ এই দেশগুলিতে তৈরি পণ্য আমেরিকায় এলে সেগুলির উপরে অতিরিক্ত করের বোঝা চাপবে৷

শপথ নেওয়ার পর থেকেই একাধিক দেশের বিরুদ্ধে এরকম কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প৷ এর পর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও একই ধরনের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ হুঁশিয়ারি দিয়েছেন ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকেও৷ যার অন্যতম সদস্য ভারত৷

advertisement

আরও পড়ুন: ভারতের বাজেটে বাংলাদেশের জন্য কত টাকা বরাদ্দ? তিক্ততার জেরে কি কমল টাকার পরিমাণ, দেখুন তালিকা

এতদিন এই ধরনের শুল্ক চাপানোর হুমকি দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ এবার তিনি সত্যি সত্যিই সেই তিনটি দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ করলেন৷ বিদেশিমুদ্রা সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা আরও জোরাল হল৷ এর পরেই টাকার দামে নতুন করে পতন ঘটে৷ শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮৬.৬২৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্ব জুড়েই ডলারের চাহিদা বেড়েছে৷ অন্যদিকে টাকার মতোই পতন ঘটেছে ইউরো, পাউন্ড, জাপানের মুদ্রা ইয়েনেরও৷ দাম পড়েছে চিনের মুদ্রা ইউয়ান, ইনোনেশিয়ান রুপি এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওন-এর৷ দাম বেড়েছে অপরিশোধিত তেলের দাম নির্ধারণকারী ব্রেন্ট ক্রডের৷ এই পরিস্থিতিতে টাকার দামের পতন আটকাতে রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rupee against Dollar: ট্রাম্পের বিরাট সিদ্ধান্ত, তলানিতে পৌঁছে গেল টাকার দাম! 'নতুন যুদ্ধের' আশঙ্কায় বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল