TRENDING:

Rupee against Dollar: ট্রাম্পের বিরাট সিদ্ধান্ত, তলানিতে পৌঁছে গেল টাকার দাম! 'নতুন যুদ্ধের' আশঙ্কায় বিশ্ব

Last Updated:

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্ব জুড়েই ডলারের চাহিদা বেড়েছে৷ অন্যদিকে টাকার মতোই পতন ঘটেছে ইউরো, পাউন্ড, জাপানের মুদ্রা ইয়েনেরও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: টাকার দামে রেকর্ড পতন৷ সোমবার ১ মার্কিন ডলারের বিনিময়ে টাকার দাম আরও ৬৭ পয়সা কমে দাঁড়াল ৮৭.২৯৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চিনের উপরে সোমবার নতুন করে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়ার পর গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে৷ যার জেরেই টাকার দামে আরও পতন হল বলে মত বিশেষজ্ঞদের৷
ট্রাম্পের সিদ্ধান্তে টাকার পতন?
ট্রাম্পের সিদ্ধান্তে টাকার পতন?
advertisement

সোমবারই কানাডা এবং মেক্সিকোর উপরে ২৫ শতাংশ হারে আমদামি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প৷ অর্থাৎ এই দেশগুলিতে তৈরি পণ্য আমেরিকায় এলে সেগুলির উপরে অতিরিক্ত করের বোঝা চাপবে৷

শপথ নেওয়ার পর থেকেই একাধিক দেশের বিরুদ্ধে এরকম কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প৷ এর পর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও একই ধরনের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ হুঁশিয়ারি দিয়েছেন ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকেও৷ যার অন্যতম সদস্য ভারত৷

advertisement

আরও পড়ুন: ভারতের বাজেটে বাংলাদেশের জন্য কত টাকা বরাদ্দ? তিক্ততার জেরে কি কমল টাকার পরিমাণ, দেখুন তালিকা

এতদিন এই ধরনের শুল্ক চাপানোর হুমকি দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ এবার তিনি সত্যি সত্যিই সেই তিনটি দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ করলেন৷ বিদেশিমুদ্রা সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা আরও জোরাল হল৷ এর পরেই টাকার দামে নতুন করে পতন ঘটে৷ শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮৬.৬২৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্ব জুড়েই ডলারের চাহিদা বেড়েছে৷ অন্যদিকে টাকার মতোই পতন ঘটেছে ইউরো, পাউন্ড, জাপানের মুদ্রা ইয়েনেরও৷ দাম পড়েছে চিনের মুদ্রা ইউয়ান, ইনোনেশিয়ান রুপি এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওন-এর৷ দাম বেড়েছে অপরিশোধিত তেলের দাম নির্ধারণকারী ব্রেন্ট ক্রডের৷ এই পরিস্থিতিতে টাকার দামের পতন আটকাতে রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rupee against Dollar: ট্রাম্পের বিরাট সিদ্ধান্ত, তলানিতে পৌঁছে গেল টাকার দাম! 'নতুন যুদ্ধের' আশঙ্কায় বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল