বিশ্বাসঘাতকতা করছেন যে কর্মী, তাঁদের শনাক্ত করে দল থেকে বহিষ্কার এবং শাস্তির ব্যবস্থা করা নেতৃত্বের দায়িত্ব, বঙ্গ বিজেপি নেতৃত্বকে আরএসএস-এর পক্ষ থেকে এমনই বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ ভুয়ো ভিডিও না তথ্য ছড়িয়ে দলের নেতৃত্বের একাংশের বদনাম করতে চাইছে দলীয় কর্মীদেরই একাংশ। দলের মধ্যে থেকে নেতৃত্বের বিরুদ্ধে কুকথা ছড়িয়ে পক্ষান্তরে শাসকদলের হাত শক্ত করতে চাইছে বিজেপির কর্মীদের মধ্যে কেউ কেউ। আরএসএস-এর পক্ষ থেকে এমনই আশঙ্কা প্রকাশ করে দলীয় কর্মীদের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বকে।
advertisement
দলের বিরুদ্ধে কোনও বিষয় প্রকাশ্যে আসলে তার উৎস কোথায়? তা খুঁজে বার করার পাশাপাশি কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কীভাবে এর প্রকাশ এবং প্রচার হল গোটাটাই খতিয়ে দেখতে হবে রাজ্য নেতৃত্বকে। দলীয় কর্মীদের কেউ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে বহিষ্কার এবং কড়া অবস্থান নিতে হবে, রাজ্য বিজেপি কে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আরএসএস-এর পক্ষ থেকে।
বঙ্গ বিজেপির দলীয় কোন্দল নতুন কিছু নয়। নেতাদের দলাদলিতেই রাজ্য বিজেপির সংগঠন দানা বাঁধছে না, এমন অভিযোগ পৌঁছেছে দিল্লিতেও৷ যার ফল ভুগতে হয়েছে নির্বাচনে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে কোনওভাবেই যাতে সাধারণ মানুষের কাছে রাজ্য বিজেপির ভাবমূর্তি নষ্ট না হয়, সে কারণে আগেভাগেই সতর্ক হওয়ার পরামর্শ দিল আরএসএস।