TRENDING:

প্লাস্টিক ডিমকাণ্ডে সিপিএম নেতা রবীন দেবের ভাইপোকে তলব পুলিশের

Last Updated:

প্লাস্টিকের ডিমকাণ্ডে নয়া তথ্য ৷ এবার সিপিএমের রবীন দেবের ভাইপো সুমিত দেবকে তলব করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্লাস্টিকের ডিমকাণ্ডে সামনে এল নয়া তথ্য ৷ এবার সিপিএমের রবীন দেবের ভাইপো সুমিত দেবকে তলব করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ শনিবার দুপুর ২টোয় নিউমার্কেটে EB-র অফিসে তাকে হাজির থাকতে বলা হয়েছে ৷
advertisement

পেশায় ডিম ব্যবসায়ী সুমিত দেব ৷ শিয়ালদা মার্কেটে সুমিত দেবের ডিমের পাইকারি ব্যবসা রয়েছে। প্লাস্টিক ডিমকাণ্ডে নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সুমিতকে ৷ এর আগে শুক্রবার শামিম আনসারি নামে এক ডিম বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ ৷ তাকে জেরা করেই উঠে আসে সুমিতের নাম ৷

শামিম জেরায় জানিয়েছেন সুমিতের দোকান থেকেই তিনি ডিম কিনতেন ৷ ডিমকাণ্ডে রবীন দেবের ভাইপো ছাড়াও আরও কয়েকজন ব্যবসায়ীকে তলব করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

advertisement

তিলজলার বাসিন্দা অনিতা কুমারের অভিযোগ পেয়েই ‘ডিম কাণ্ডে’ তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ এবং পুরসভার খাদ্য বিভাগ। অভিযোগের ভিত্তিতে পার্ক সার্কাসের এক  ডিম বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

ঘটনার তদন্তে নেমে উঠে এসেছে রবীনদেবের ভাইপোর নাম ৷ এই ধরনের ডিম বাজারে এল কি করে ? তা খতিয়ে দেখছে পুলিশ। অসাধু ব্যবসার সঙ্গে আর কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।  বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে পুলিশ ৷ প্লাস্টিক ডিম বিক্রি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্লাস্টিক ডিমকাণ্ডে সিপিএম নেতা রবীন দেবের ভাইপোকে তলব পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল