পেশায় ডিম ব্যবসায়ী সুমিত দেব ৷ শিয়ালদা মার্কেটে সুমিত দেবের ডিমের পাইকারি ব্যবসা রয়েছে। প্লাস্টিক ডিমকাণ্ডে নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সুমিতকে ৷ এর আগে শুক্রবার শামিম আনসারি নামে এক ডিম বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ ৷ তাকে জেরা করেই উঠে আসে সুমিতের নাম ৷
শামিম জেরায় জানিয়েছেন সুমিতের দোকান থেকেই তিনি ডিম কিনতেন ৷ ডিমকাণ্ডে রবীন দেবের ভাইপো ছাড়াও আরও কয়েকজন ব্যবসায়ীকে তলব করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
advertisement
তিলজলার বাসিন্দা অনিতা কুমারের অভিযোগ পেয়েই ‘ডিম কাণ্ডে’ তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ এবং পুরসভার খাদ্য বিভাগ। অভিযোগের ভিত্তিতে পার্ক সার্কাসের এক ডিম বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে উঠে এসেছে রবীনদেবের ভাইপোর নাম ৷ এই ধরনের ডিম বাজারে এল কি করে ? তা খতিয়ে দেখছে পুলিশ। অসাধু ব্যবসার সঙ্গে আর কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে পুলিশ ৷ প্লাস্টিক ডিম বিক্রি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছ।