তারাতলা থেকে ভিক্টোরিয়া হাউসে যাচ্ছিল। এই গাড়ির চালকের দাবি সামনে একটি বাইক পড়ে যাওয়ায় আচমকাই ব্রেক মারতে হয়।
আরও পড়ুন – Khaleda Zia Death Reason: দীর্ঘদিন নানা রকম ব্যধি শরীরে বাসা বেঁধেছিল, কোন কারণে মৃত্যু হল খালেদা জিয়ার
এদিকে এর আগে ডিসেম্বরের ১০ তারিখ সকালেও কলকাতার ময়দান এলাকায় বড় গাড়ি দুর্ঘটনা ঘটেছিল৷ রেসকোর্সের কাছে বেপরোয়া বিলাসবহুল গাড়ি, ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল ফেরারি। জানা যায় রেসকোর্সের কাছে একটি গাছে ধাক্কা মেরে উলটে যায় গাড়িটি। গাড়ি চালাচ্ছিলেন ছেলে, সওয়ার ছিলেন বাবা। দুর্ঘটনায় দু’জনেই জখম হয়েছেন। ২ জনেই এসএসকেএমে চিকিৎসাধীন। আহত রাস্তার ২ সাফাই কর্মীও।
advertisement
বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ হেস্টিংস থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে,রেসকোর্সের কাছে হসপিটাল রোডে। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং রেসকোর্স ময়দানের মাঝে তীব্র দ্রুতগতিতে আসা ফেরারি গাড়িটি প্রথমে সজোরে ধাক্কা মারে ল্যাম্পপোস্টে, তার পর একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তার দুই মইলা সাফাই কর্মীও গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, বাবা ও ছেলে গাড়িতে ছিলেন। ছেলে গাড়ি চালাচ্ছিলেন।
