TRENDING:

গোটা ফেসবুক জুড়ে ট্রোল, অভিযোগ, বিতর্ক.... অবশেষে মুখ খুললেন ঋজু বিশ্বাস! ক্ষমা চাইলেন ফেসবুক লাইভে

Last Updated:

সমাজমাধ্যমে ভাইরাল হয় 'বউ কথা কও' এবং 'তোমায় আমায় মিলে' খ্যাত ঋজু বিশ্বাস এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথন। মডেলের দাবি, অভিনেতা তাঁকে মেসেজ করে উত্ত্যক্ত করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত সপ্তাহে আচমকাই ছড়িয়ে পড়ে কিছু স্ক্রিনশট। সমাজমাধ্যমে ভাইরাল হয় ‘বউ কথা কও’ এবং ‘তোমায় আমায় মিলে’ খ্যাত ঋজু বিশ্বাস এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথন। মডেলের দাবি, অভিনেতা তাঁকে মেসেজ করে উত্ত্যক্ত করেছেন। এরপরেই শয়ে শয়ে মহিলারা তাঁদের চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেন। সব মহিলাই ঋজুর বিরুদ্ধে একই অভিযোগ তোলেন।
News18
News18
advertisement

না। ঋজু অবশ্য অস্বীকার করেননি। তাঁর নিজের কথায় বন্ধুদের অনেকেই পরামর্শ দিয়েছিলেন ‘প্রোফাইল হ্যাক্‌ড হয়েছে’ বলে বিষয়টিকে এড়িয়ে যেতে। তবে ঋজু তা করেননি। তিনি বলেন, শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়? মাকেও প্রশংসা করি একই ভাবে।” অভিনেতার দাবি, এই মুহূর্তে খুবই আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। মায়ের ক্যানসার। চিকিৎসার খরচ জোগানো খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর প্রায় চারদিন পরে লাইভে এলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'শস্য ভাণ্ডারে' ঘূর্ণিঝড়ের ধাক্কা! অনিশ্চতায় সুগন্ধি ধান, বিপুল লোকসানের আশঙ্কা
আরও দেখুন

তিনি বলেন, ‘আমি সবাইকে একটা কথাই বলছি। আমি কাউকে কোনও বাজে ইনটেনশনে কিছু বলিনি। হয়তো সবাইকে মেসেজ করা আমার উচিত হয়নি। এতে কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি।’

বাংলা খবর/ খবর/কলকাতা/
গোটা ফেসবুক জুড়ে ট্রোল, অভিযোগ, বিতর্ক.... অবশেষে মুখ খুললেন ঋজু বিশ্বাস! ক্ষমা চাইলেন ফেসবুক লাইভে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল