ত্রিধারার সামনে স্লোগান দিয়ে ধৃতদের রাতভর লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার পেশ করা হয় আলিপুর আদালতে। ধৃতদের বিরুদ্ধ ৩টি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তারমধ্যে রয়েছে ধর্মীয় অনুষ্ঠানে অশান্তি ছড়ানোর অভিযোগ, উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ। সরকার পক্ষের আইনজীবী এদিন আদালতে জোর সওয়াল করেন। তারপরই ধৃত ৯ জনকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে জায়গা পাকা! রাসেলের মতই বিপক্ষকে করেন ‘কচুকাটা’! ফিনিশার নিয়ে চিন্তামুক্ত নাইটরা
এদিন ধৃতদের আদালত পেশ করার সময়ও বাইরে উপস্থিত ছিলেন প্রতিবাদী জনতা। আলিপুর আদালতের বাইরেও স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে অনেকেই ভেবেথিল জামিন পেয়ে যাবেন ধৃতরা। কিন্তু আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিতেই আলিপুর আদালতের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা। একইসঙ্গে দিয়েছেন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারীও।