এদিন এ প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সবাই ফাঁসি চাইছে। সঠিক সময়ে এই বিল এসেছে বিধানসভায়। কেন্দ্রের উচিত এটা গ্রহণ করা। আগে যদি কেন্দ্র করত তাহলে রাজ্যকে এটা করতে হত না। আশা রাখি রাজ্যপাল সম্মতি দেবেন।’’
এরপরেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা সম্পর্কে মন্তব্য করেন তিনি৷ বলেন, ‘‘মানবিক দিক বিচার করে এবার চিকিৎসকদের কাজে ফেরা উচিত। বিচার সবাই চায়। বিচার দেওয়ার একটা প্রক্রিয়া আছে। রাস্তায় দাঁড়িয়ে খালি জাস্টিস চাই বললেই হয় না। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জাস্টিস আসবে।’’
advertisement
প্রতিবাদী নাগরিক সমাজ প্রসঙ্গে বিমানের মন্তব্য, ‘‘নাগরিক সমাজ বলছেন। ছাত্র সমাজ বলছে। অথচ তারাই জেল থেকে বেরিয়ে সাধুবাদ জানাচ্ছে বিরোধী দলনেতাকে। সবাই বুঝতে পারছেন পেছনে কারা আছে।’’
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় পাস হয়েছে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিশেষ বিল ‘অপরাজিতা’। রাজ্যের আইনমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই “অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল সংশোধনী বিল ২০২৪” পেশ করা হয়। যেখানে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে, অভিযুক্তদের দ্রুত মামলা নিষ্পত্তি করে চরম সাজা দেওয়া-সহ একাধিক শাস্তির কথা বলা হয়েছে।
