তিনি জানান, গতকাল আমার স্ত্রীর উপর লাঠিচার্জের ঘটনায় যদি সিপি দুঃখ প্রকাশ করে থাকেন তাহলে বলব একই তৎপরতা নিয়ে আমার মেয়ের বিচার চাই। পাশাপাশি এও জানান, গতকাল কৌস্তুভ বাগচী কিংবা কেউই আমাদেরকে সামনে এগিয়ে দেয়নি ঠেলে দেননি। গতকাল অভয়া মঞ্চের তরফ থেকে আমার স্ত্রীকে দেখতে এসেছিলেন কয়েকজন। আজ সকালে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও দেখতে এসেছিলেন। যোগাযোগ হয়েছে সকলের সঙ্গে যোগাযোগ আছে।
advertisement
প্রসঙ্গত, নবান্ন অভিযানে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনায় আরজি করের নির্যাতিতার মায়ের কপাল ও পিঠে আঘাত লেগেছে বলে অভিযোগ ওঠে শনিবার। ঘটনার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ নির্যাতিতার মাকে মারধর করেছে এবং নির্যাতিতার বাবাকেও ধাক্কা দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 5:28 PM IST