TRENDING:

Mamata Banerjee on R G Kar: ‘এটা জ্যোতিবাবু, বুদ্ধবাবুর পুলিশ নয়,’ উপ নির্বাচনের জন্যই সবকিছু? সন্দেশখালি মনে করালেন মমতা

Last Updated:

এর পাশাপাশি বিরোধীদের নিশানা করে তাঁর অভিযোগ, ‘‘সামনে ছটা উপনির্বাচন আছে। তাই এই সব করেছেন। দেখেছিলেন তো সন্দেশখালি নিয়ে কী করেছিলেন। ইলেকশনে জেতার জন্য। মনে রাখবেন কলকাতা পুলিশের সব রিপোর্ট সিবিআইয়ের হাতে গেছে। সারারাত আমি জেগেছিলাম যতক্ষণ না শান্তি আসে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘‘আমাকে মারবেন? আমাকে গুলি করে মারুন। আপনি জায়গা বলুন। আমি একা যাব। আমার সাথে পুলিশ থাকবে না। কী ভাবছেন আমাকে সরালেই, ফাঁকা জায়গা পেয়ে যাবেন?’’ আর জি কর কাণ্ডের দোষীর ফাঁসির দাবিতে করা মিছিল শেষে মঞ্চে উঠে ঠিক এভাবেই বিরোধী বাম-বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

তৃণমূলনেত্রীর অভিযোগ, সামনেই ৬টা উপনির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির মতো এবারও রাজনীতি করতে চাইছে বিরোধী বাম-বিজেপি৷ শুধু তাই নয়, বিরোধীদের বিরুদ্ধে ‘গুলি চালানোর উস্কানি’ দেওয়ার অভিযোগও তুললেন তৃণমূলনেত্রী৷

বিরোধীদের নিশানা করে তিনি বলেন, ‘‘আন্দোলনে আমার জন্ম। আন্দোলনেই আমার মৃত্যু হবে। ক্ষমতা থাকলে রাজা থেকে দিল্লির নেতা আমার গায়ে টাচ করে দেখাক।’’

advertisement

এর পাশাপাশি বিরোধীদের নিশানা করে তাঁর অভিযোগ, ‘‘সামনে ছটা উপনির্বাচন আছে। তাই এই সব করেছেন। দেখেছিলেন তো সন্দেশখালি নিয়ে কী করেছিলেন। ইলেকশনে জেতার জন্য। মনে রাখবেন কলকাতা পুলিশের সব রিপোর্ট সিবিআইয়ের হাতে গেছে। সারারাত আমি জেগেছিলাম যতক্ষণ না শান্তি আসে।’’

আরও পড়ুন: প্রমাণ লোপাট করতে আরজি করে ভাঙচুর করেছে বাম-বিজেপি, দাবি মমতার

advertisement

তৃণমূলনেত্রীর জোরাল কটাক্ষ, ‘‘আপনারা কি ইনসিস্ট করছেন গুলি চালানোর জন্য? গুলি চালাবে না। এটা জ্যোতিবাবু, বুদ্ধবাবুর পুলিশ নয়৷ নিজেদের সংশোধন করুন। অনেক পাপ করেছেন। আর করবেন না। নিজেদের আয়নায় মুখ দেখুন৷’’

আরও পড়ুন: ‘রাজনীতি করার আগে আমি মানুষ!,’ দেশের সামনে অপমান করার চক্রান্ত, বাম-বিজেপিকে তুমুল আক্রমণ মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

শুক্রবার দুপুর ৩টে নাগাদ আর জি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে ছিলেন শতাব্দী রায়, জুন মালিয়া, মহুয়া মৈত্র সহ দলের অন্য নেতা, বিধায়ক, সাংসদও৷ মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চেও নিজের পাশে দলের মহিলা বাহিনীকেই রেখেছিলেন তৃণমূলনেত্রী৷ এদিন তাঁর বক্তৃতার পরতে পরতে ছিল বিরোধী বাম-বিজেপিকে আক্রমণ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on R G Kar: ‘এটা জ্যোতিবাবু, বুদ্ধবাবুর পুলিশ নয়,’ উপ নির্বাচনের জন্যই সবকিছু? সন্দেশখালি মনে করালেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল