বাদুড়িয়া, অনুপম সাহা: দিনে দুপুরে ৯৫ হাজার টাকা ছিনতাই। আরজি কর হাসপাতালের প্রাক্তন ডাক্তারের কাছ থেকে টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফিরছিলেন তিনি। তখনই ঘটে এই ঘটনা। তদন্তে বাদুড়িয়া থানার পুলিশ। বাদুড়িয়া থানার চাতরা দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
advertisement
আক্রান্ত ওই ডাক্তারের নাম অমিত চক্রবর্তী। জানা গিয়েছে, বৃহস্পতিবার বাদুড়িয়ার একটি ব্যাঙ্ক থেকে ৯৫ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় চাতরা দাসপাড়া এলাকায় এসে পৌঁছতেই বাইকে দুজন দুষ্কৃতী আসে এবং তার কাঁধে ঝোলানো ব্যাগ ছিনতাই করে পালায়।
চিৎকার চেঁচামেচিতে এলাকায় লোকজন চলে আসেন। কিন্তু ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর ঘটনাস্থলে আসে বাদুড়িয়া থানার পুলিশ।
পুলিশ পুরো বিষয়টি শুনে অমিত চক্রবর্তীকে নিয়ে ব্যাঙ্কে যান এবং কোন কোন রাস্তা দিয়ে তিনি এসেছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখেন। অমিত চক্রবর্তীর বয়ান নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার আশেপাশের সিসিটিভি ফুটেজও।
