আরজি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে ইউসিআই ১২ ঘণ্টার সারা বাংলা বন্ধের ডাক দিয়েছে,আর তারই সমর্থনে শুক্রবার সকাল থেকেই জয়নগরের বহুড়ু মোড় ও দক্ষিণ বারাসত কুল্পী রোডের দু’জাগায় রাস্তা অবরোধ এসইউসিআই সমর্থকদের। SUCI-র ডাকা বনধে মিশ্র প্রতিক্রিয়া শিলিগুড়িতে। বনধের সমর্থনে মিছিল শহরে।
আরও পড়ুনঃ ঝুপ করে গঙ্গায় নামছে প্লেন? নদীবক্ষে আন্তর্জাতিক বিমান পরিষেবা! সাক্ষী বালি-দক্ষিণেশ্বর
advertisement
১২ ঘণ্টা বন্ধের মিশ্র প্রভাব। সরকারি বেসরকারি বাস রাস্তায় বাসের চালক মাথায় হেলমেট দিয়ে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আরজি কর কাণ্ডের পর গত ১৪ অগাস্ট রাত দখলের লড়াইয়ে কিছু দুষ্কৃতী হামলা চালায় আরজিকর মেডিক্যাল কলেজে। এমার্জেন্সি বিভাগ,পুলিশ ব্যারক বাদ পড়েনি মেডিসিন বিভাগ। এই নিন্দাজনক ঘটনায় ১৬ অগাস্ট বাম (SUCI) এবং বিজেপি যৌথভাবে বন্ধের ডাক দেয়। তবে বারাসাতের চিত্র কিছুটা ভিন্ন অনেকটাই স্বাভাবিক। খোলা স্কুল কলেজ, বন্ধের মধ্যে দিয়েই পড়ুয়া, অফিস যাত্রীরা পৌঁছচ্ছে নিজ নিজ গন্তব্যে। তবে সরকারি বাসে দেখা গিয়েছে নিরাপত্তার ছবি, ড্রাইভার রীতিমতো হেলমেট পড়ে বাস চালাচ্ছেন। তিনি জানান, বন্ধ চলছে। তবে সরকারি নির্দেশ মোতাবেক বন্ধকে সম্পূর্ণ অমান্যের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। তারপরও কিছুটা হলেও নিরাপত্তাহীন। তাই হেলমেট পরে বাস চালাছছি।
Suci ডাকা বনধ যান চলাচল স্বাভাবিক মুর্শিদাবাদের বহরমপুরে। সরকারি ও বেসরকারি বাস চলাচল করছে অন্যদিনের মতোই। জলপাইগুড়িতে বনধের প্রভাব বেসরকারি বাস পরিষেবায়। সরকারি বাস চলাচল করলেও বন্ধ বেসরকারি বাস। তবে খোলা স্কুল। চলাচল করছে টোটো, রিক্সা। একে একে খুলতে শুরু করেছে দোকানপাট। বসেছে বাজার। অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছে পুলিশ।
বন্ধের সমর্থনে মাথাভাঙ্গা শহরে মিছিল এসইউসিআই-য়ের। একইসঙ্গে মিছিল করেছে তৃণমূল। দু-পক্ষের মুখোমুখি মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অশান্তি এড়াতে মোতায়ন বিশাল পুলিশ বাহিনী। এসইউসিআই-এর ডাকা ১২ ঘন্টার বাংলা বনধের তেমন প্রভাব নেই বাঁকুড়ায়। বাঁকুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড গোবিন্দনগর থেকে প্রতিদিন জেলা ও জেলার বাইরের রুটগুলিতে কমবেশি সাড়ে চারশোটি বাস চলাচল করে। অন্যান্যদিন সকাল থেকে যেভাবে বাসগুলি বিভিন্ন রুটের উদ্যেশ্যে বের হয় এদিনও তার অন্যথা হয়নি। সকাল থেকে শুধু বেসরকারি বাস চলাচল স্বাভাবিক রয়েছে তাই নয়, সরকারি বাস চলাচল এমনকি ছোট গাড়ি চলাচল ও ট্রেন চলাচলও স্বাভাবিক। বাঁকুড়ার মাচানতলায় বন্ধের সমর্থনে পিকেটিং করছেন এসইউসিআই নেতা-কর্মীরা।
বীরভূমের সিউড়ী বাসস্টান্ডের সামনে রাস্তা অবরোধ SUCI-এর। আটকে দেয় সরকারি বাস। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ১২ ঘন্টা বনধ, এসইউসিআই এর ডাকা বন্ধের সমর্থনে তমলুকের মানিকতলায় মেছেদা হলদিয়া রাজ্য সড়কে অবরোধ করেছে সংগঠনের কর্মী সমর্থকেরা। অবরোধের জেরে বন্ধ তমলুক মেচেদা রাজ্য সড়কে যান চলাচল। ফলে সারি সারি বাস আর গাড়ি দাঁড়িয়ে রাস্তায়।