নির্যাতিতার মা বলেন, ‘মেয়েকে ফিরে পাব না। কিন্তু কর্মক্ষেত্রে কেন এমন ঘটল, আজও তার উত্তর পেলাম না।’ রবিবার সকালে তাঁদের বাড়ি থেকে কিছুটা দূরেই আয়োজিত ‘অভয়া ক্লিনিক’-এ যান তাঁরা। চিকিৎসক, সাধারণ মানুষের সঙ্গে দাবি তোলা হয়, সুবিচারের।
আরও পড়ুন: বদলের ‘উত্তপ্ত’ বাংলাদেশে ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারত, বাংলাদেশিরা কি আর ভিসা পাবে?
advertisement
নির্যাতিতার বাবা জানালেন, মেয়ের দু’বছর বয়সে বড় করে জন্মদিন পালন করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর একটা জামা কিনে আনতেন। সন্ধ্যায় সেই জামা পরেই পরিজন, বন্ধুদের নিয়ে বাড়িতেই কেক কাটতেন মেয়ে। সেই মেয়েকে এভাবে হারিয়ে রবিবার সারাদিন প্রতিবাদ কর্মসূচি চলবে তাঁদের। পার্থপুর বাজার ও মহেন্দ্রনগর জুড়ে চলবে অভয়া ক্যাম্প। সেই ক্যাম্পে উপস্থিত নির্যাতিতার বাবা-মা।
আরও পড়ুন: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা, ‘মাধ্যমিক’ শব্দের অর্থ কী জানেন? রইল ৪ অপশন, বলতে পারলে আপনি জিনিয়াস
নির্যাতিতার জন্মদিনে আসানসোলের বার্নপুর হাসপাতালের বাগানে দুটি বৃক্ষরোপণ করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। রবিবার কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া দুটি বৃক্ষরোপণ করা হয়েছে। এই বৃক্ষরোপণের মাধ্যমে আরজি কর কাণ্ডের বিচারের দাবি তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সকাল থেকেই শোকস্তব্ধ পানিহাটি।আরজি করে নির্যাতিতা তরুণীর জন্মদিনে সকালে মৌন মিছিল করে পানিহাটির নাগরিক সমাজ।