TRENDING:

RG Kar Case Victim Birthday: 'প্রতিবার কেক কেটে প্রিয় নতুন গুড়ের পায়েস খেত', জন্মদিনে যন্ত্রণা-কান্না আরজি করে নির্যাতিতার বাবা-মা'র

Last Updated:

RG Kar Case Victim Birthday: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের জন্মদিন আজ, রবিবার। বেঁচে থাকলে রবিবার ৩২ বছর বয়স হত নির্যাতিতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের জন্মদিন আজ, রবিবার। ডাক্তার মেয়ের স্মৃতি আগলে জন্মদিন কাটাচ্ছেন বাবা-মা। তবে ন্যায়বিচারের দাবি থেকে আমৃত্যু সরবেন না বলে পণ করেছেন তাঁরা। বেঁচে থাকলে রবিবার ৩২ বছর বয়স হত নির্যাতিতার।
আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের জন্মদিন আজ, রবিবার
আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের জন্মদিন আজ, রবিবার
advertisement

নির্যাতিতার মা বলেন, ‘মেয়েকে ফিরে পাব না। কিন্তু কর্মক্ষেত্রে কেন এমন ঘটল, আজও তার উত্তর পেলাম না।’ রবিবার সকালে তাঁদের বাড়ি থেকে কিছুটা দূরেই আয়োজিত ‘অভয়া ক্লিনিক’-এ যান তাঁরা। চিকিৎসক, সাধারণ মানুষের সঙ্গে দাবি তোলা হয়, সুবিচারের।

আরও পড়ুন: বদলের ‘উত্তপ্ত’ বাংলাদেশে ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারত, বাংলাদেশিরা কি আর ভিসা পাবে?

advertisement

নির্যাতিতার বাবা জানালেন, মেয়ের দু’বছর বয়সে বড় করে জন্মদিন পালন করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর একটা জামা কিনে আনতেন। সন্ধ্যায় সেই জামা পরেই পরিজন, বন্ধুদের নিয়ে বাড়িতেই কেক কাটতেন মেয়ে। সেই মেয়েকে এভাবে হারিয়ে রবিবার সারাদিন প্রতিবাদ কর্মসূচি চলবে তাঁদের। পার্থপুর বাজার ও মহেন্দ্রনগর জুড়ে চলবে অভয়া ক্যাম্প। সেই ক্যাম্পে উপস্থিত নির্যাতিতার বাবা-মা।

advertisement

আরও পড়ুন: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা, ‘মাধ্যমিক’ শব্দের অর্থ কী জানেন? রইল ৪ অপশন, বলতে পারলে আপনি জিনিয়াস

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নির্যাতিতার জন্মদিনে আসানসোলের বার্নপুর হাসপাতালের বাগানে দুটি বৃক্ষরোপণ করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। রবিবার কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া দুটি বৃক্ষরোপণ করা হয়েছে। এই বৃক্ষরোপণের মাধ্যমে আরজি কর কাণ্ডের বিচারের দাবি তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সকাল থেকেই শোকস্তব্ধ পানিহাটি।আরজি করে নির্যাতিতা তরুণীর জন্মদিনে সকালে মৌন মিছিল করে পানিহাটির নাগরিক সমাজ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case Victim Birthday: 'প্রতিবার কেক কেটে প্রিয় নতুন গুড়ের পায়েস খেত', জন্মদিনে যন্ত্রণা-কান্না আরজি করে নির্যাতিতার বাবা-মা'র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল