এদিকে, তৃণমূলের হয়ে প্রচারে সামিল মহমেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান ফুটবল ক্লাবের কর্তারা। নৈহাটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে-র প্রশংসায় পঞ্চমুখ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান কর্তারা। ফুটবল সংগঠক সনৎ দে-র প্রশংসা করে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-ও। তা নিয়েই নৈহাটি উপ নির্বাচনের মুখে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
আরও পড়ুন: কে ফাঁসাচ্ছে? আরজি কর কাণ্ডে বিস্ফোরক মন্তব্য সঞ্জয় রায়ের! হঠাৎ যা করল, চমকে গেল সকলে
advertisement
তিন প্রধান ক্লাবের নৈহাটির তৃণমূল প্রার্থীকে সমর্থন নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে আইএফএ-এর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এমনই দাবি শুভেন্দু অধিকারীর।
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জ গঠন হল আদালতে। সোমবার শিয়ালদহ আদালতের রুদ্ধদ্বার কক্ষে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়। এদিন আদালত থেকে জেলে ফেরার সময় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে সঞ্জয় বলেন, আমি খুন ও রেপ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে।
সোমবার দুপুরেই শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়েছিল আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে। চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিক ভলান্টিয়ারকে। চার্জ গঠনের পর তাঁকে যখন ফের সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় প্রিজ়ন ভ্যানের ভিতর থেকে চিৎকার করতে থাকেন তিনি।