কেন? অভিযোগ, ৮ অগাস্ট অনুমতি ছাড়া ঠাকুরপুকুর থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত সাইকেল র্যালি করা হয়েছিল। অনুমতি ছাড়া এই কর্মসূচি করার জন্য জাতীয় সড়ক আইনের ৮-বি ধারা লঙ্ঘন হয়েছে। আইন লঙ্ঘনের জন্য মামলা হয়েছে ঠাকুরপুকুর থানায়, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে পুলিশ নোটিশ পাঠিয়েছে চারজনকে।
আরও পড়ুন: ৫ জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়ার বড় খবর
advertisement
এছাড়াও জনগণের অসুবিধা করা, আইন লঙ্ঘন এবং সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু হয়েছে। ২ দিনের মধ্যে ঠাকুরপুকুর থানায় হাজিরার নির্দেশ। থানায় হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘বাংলাদেশ থেকে কীভাবে এলেন?’, উত্তর দিতে গিয়ে আমতা-আমতা করতেই গ্রেফতার সিরাজুল! কোথায়?
৮ অগাস্ট ঠাকুরপুকুর থেকে কলেজস্ট্রিট পর্যন্ত সাইকেল মিছিল হয়েছিল। সাইকেল মিছিল গিয়ে মিলিত হয় জুনিয়র ডাক্তার ফ্রন্টের অভয়া রাতের মশাল মিছিলে। ৬৫ জন সাইকেল আরোহী অংশ নিয়েছিলেন। চিকিৎসক পুণ্যব্রত গুণ ও তমোনাশ চৌধুরীকে পুলিশের সম্মতি না নিয়ে সাইকেল মিছিল করায় অভয়া মঞ্চের আহ্বায়ক হিসেবে নোটিশ ঠাকুরপুকুর থানার। তাঁদের বিরুদ্ধে জনগণের অসুবিধা করা, আইন অমান্য করা, সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু।
অমিত সরকার