মৃত ব্যক্তির নাম শম্ভুনাথ দাস। বয়স আনুমানিক ৭২ বছর। পেশায় ইংরেজি গৃহশিক্ষক। বাড়ি বড়বাজার এলাকায়। ২৪ নম্বর ওয়ার্ডের ১০/৭ নন্দলাল রায় লেনের বাসিন্দা। রাস্তা পেরোতে করতে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজ ধরে অনুসন্ধান করার পর দেখা যায় ঘাতক বাসটিকে। শ্যামপুকুর থানায় বাসটি রয়েছে।
পাকাপাকি বিদায় নেবে HIV? এক ডোজেই কাবু ভাইরাস! ছোট্ট গবেষণায় মিলল বিরাট সমাধান!
advertisement
শ্যামবাজার এভি স্কুলের সামনে সন্ধ্যে সাতটা থেকে সাতটা পাঁচের মধ্যে ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা। দুই বাসের রেষারেষির মাঝখানে পড়েন এক পথচারী। অভিযোগ, শ্যামবাজার–হাওড়া রুটের একটি মিনিবাস ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে হাত-ফসকে সামনে পড়ে যাওয়া পথচারীর উপর দিয়েই চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাসের চালক আর কন্ডাক্টর পালিয়ে গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক ভাবে বাসটিকে শনাক্ত করা যাচ্ছিল না। দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিচয়ও জানা যায়নি। একে একে প্রকাশ্যে আসে সবটা কিছুক্ষণের মধ্যেই। নিকটবর্তী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চালকের সন্ধানে তৎপর হয়েছে তদন্তকারীরা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
