TRENDING:

নিজেদের শহরেই উদ্বাস্তু, বৌবাজারের বাড়ির দেওয়াল ফেটে চুন-সুরকির স্রোত

Last Updated:

দুর্গাপিতুরি লেন, স্যাকরা পাড়া থেকে গৌর দে লেন। বউবাজারে কান পাতলে এখন সর্বত্রই সর্বস্ব হারানোর হাহাকার শোনা যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেউ বাড়িতে ঢুকতে না পেরে জ্ঞান হারাচ্ছেন। কেউ আবার ছেড়ে আসা বাড়িতে, বই-খাতা থেকে যাওয়ায় পরীক্ষা নিয়ে চিন্তায়। কেউ মৃত বাবার ছবিটাও নিয়ে আসতে পারেননি ভগ্নপ্রায় বাড়ি থেকে। বউবাজারের অলি-গলিতে থেকে এখন শুধুই হাহাকার।
advertisement

চোখের সামনেই ধীরে ধীরে ধসছে বাড়ি। দেওয়াল ফেটে চুইয়ে বেরোচ্ছে চুন-সুরকির স্রোত। কিন্তু চোখের জল ফেলা ছাড়া আর কোনও উপায়ও নেই বউবাজারের ন'নম্বর স্যাকরাপাড়া লেনের বাসিন্দাদের। বুধবার সকালেই হেলে পড়ে শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ।

ন'নম্বর স্যাকরাপাড়া লেনের ঠিক পিছনেই বাড়ি উমা গুপ্তার। এদিন নিজের বাড়ি দেখতে না পেয়ে, কান্নায় ভেঙে পড়েন তিনি। ভিটে হারানোর আশঙ্কায় অসুস্থও হয়ে পড়েন উমা গুপ্তা। পুলিশকর্মীরা প্রাথমিক শুশ্রুষার পর, তাঁকে মেডিক্যাল কলেজে ভরতি করেন।

advertisement

ভিটে ছেড়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন গোয়েঙ্কা কলেজের প্রথম বর্ষের ছাত্রী দেবস্মিতা হালদার। কয়েকদিন পর পরীক্ষা। অথচ বই-খাতা থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট, সবই রয়ে গেছে দুর্গা পিতুরি লেনের বাড়িতে।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

দুর্গাপিতুরি লেন, স্যাকরা পাড়া থেকে গৌর দে লেন। বউবাজারে কান পাতলে এখন সর্বত্রই সর্বস্ব হারানোর হাহাকার শোনা যাচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
নিজেদের শহরেই উদ্বাস্তু, বৌবাজারের বাড়ির দেওয়াল ফেটে চুন-সুরকির স্রোত